Go to full page →

দুইটী জীবনের সংমিশ্রণ CCh 360

যদিও জতিল সমস্যাদি, উদ্বেগ ও নৈরাশ্যাদি উপস্থিত হয়, তথাপি স্বামী ও স্ত্রী এই উভয়ের, কেহই যেন হৃদয়ে এই চিন্তা পোষণ না করে যে, তাহাদের মিলন ভুলের বা নৈরাশ্যের মিলন হইয়াছে । পরস্পরের প্রতি যাহা হওয়া সম্ভব, তাহার সকল কিছুই হইবার জন্য দৃঢ়-সঙ্কল্প হও । যথাকালে মনোযোগ দান করিতে থাক । জীবন সংরাম এ লিপ্ত হইবার জন্য পরস্পরকে প্রত্যেকটী উপায়ে উৎসাহিত কর । পরস্পরের সুখ সমৃদ্ধির প্রতি মনোনিবেশ কর । পরস্পরের প্রতি প্রেম থাকুক ; পরস্পরের প্রতি সহিষ্ণুতা থাকুক । তাহা হইলে বিবাহে প্রেমের লোপ না হইয়া বরং যেন প্রেমের কেবল সুত্রপাত হইবে । প্রকৃত বন্ধুত্বের ব্যগ্রতা, ও যে প্রেম অন্তরের সহিত অন্তর বাঁধিয়া রাখে তাহা, স্বর্গের আনন্দের পূর্ব্বাস্বাদন । CCh 360.2

ধৈর্যশীল হইয়া সকলেরই ধৈর্য্যের উন্নতি সাধন করা কর্ত্তব্য । দয়ালু ও সহিষ্ণু হইয়া হৃদয়ে প্রকৃত প্রেম উত্তপ্ত রাখা যাইতে পারে, এবং স্বর্গ যে গুনরাজির অনুমোদন করিবে, তাহার উন্নতি সাধিত হইতে পারে । CCh 361.1

কোন বিবাদের সুত্রপাত হইলে, শয়তান ইহার সুযোগ লইবার জন্য সর্ব্বদা প্রস্তুত থাকে ; এবং স্বামী ও স্ত্রীর মধ্যে দোষনীও পৈত্রিক স্বভাবের বৈশিষ্ট আছে, ইহা দেখাইয়া ঈশ্বরের সম্মুখে পবিত্র নিয়মে আবদ্ধ স্বামী ও স্ত্রীর মধ্যে, সে বিচ্ছেদ আনায়ন করিতে চেষ্টা করিবে । বিবাহ প্রতিজ্ঞায় তাহারা এক হবার প্রতিশ্রুতি দিয়াছে ; স্ত্রী স্বামীকে প্রেম করিতে ও তাহার লালন-পালন করিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছে । ঈশ্বরের ব্যবস্থা প্রতিপালিত হইলে, বিবাদের মন্দ-আত্মা পরিবারের মধ্যে প্রবেশ করিতে পারিবে না ; স্নেহের কোন অন্তরায় থাকিবে না, ভালবাসার কোন বিচ্ছেদ ঘটিবে না । CCh 361.2

আত্ম-রক্ষার কার্য্যে যাহারা পরস্পরের সহিত তাহাদের বিশেষ অনুরাগ, তাহাদের সহানুভূতি, তাহাদের প্রেম ও তাহাদের পরিশ্রম মিলাইয়া দিবার নিমিত্ত তোমার সম্মুখে দণ্ডায়মান, তাহাদের ইতিহাসে ইহা একটি প্রয়োজনীয় সময় । বৈবাহিক সম্বন্ধে একটী অতীব প্রয়োজনীয় ক্রিয়া অনুষ্ঠিত হয় — দুইটী জীবন সংমিশ্রণ হইয়া এক হয় । ঈশ্বরের ইচ্ছা এই যে, স্বামী ও স্ত্রী একত্রে মিলিয়া পূর্ণমাত্রায় ও পবিত্র ভাবে তাহার কার্য্য করিবে । ইহা করা তাহাদের সাধ্যায়ত্ত । CCh 361.3

যে গৃহে এই মিলন অবস্থিতি করে, সেই গৃহে ঈশ্বরের আশির্ব্বাদ, স্বর্গের সূর্য্য-কিরন সদৃশ, কারন সদাপ্রভুর নিরূপিত ইচ্ছা এই যে, যিশু খ্রীষ্টের অধীনে তাহার দ্বারা নিয়ন্ত্রিত ও তাহার আত্মা দ্বারা চালিত হইবার নিমিত্ত পুরুষ ও স্ত্রী একত্রে পবিত্র বিবাহ-বন্ধনে আবদ্ধ হইবে । CCh 361.4

ঈশ্বর চাহেন যে, স্বামী-স্ত্রীর গৃহখানি জগতের মধ্যে সর্ব্বাপেক্ষা সুখের স্থান হইবে, এবং স্বর্গীয় গৃহের একেবারে প্রতীক হইবে । গৃহে CCh 361.5

বশ্যতা স্বীকার করিতে চাহে না । এইরূপ অবস্থায় কেবল মহা অশান্তির সৃষ্টি হইয়া থাকে । স্বামী ও স্ত্রীর এই উভয়েরই কর্ত্তব্য, আপন আপন পথের বা মতের বিসর্জ্জন দিতে সম্মত থাকে । উভয়ে যতক্ষণ আপন আপন মতলব অনুযায়ী চলিবার জন্য গোঁ ধরিয়া থাকিবে, ততক্ষন সুখ ও শান্তির কোন সম্ভাবনা থাকে না । CCh 364.1

পরস্পরের মধ্যে প্রেম ও সহিষ্ণুতা না থাকিলে কোন পার্থিব শক্তি তোমাকে কংবা তোমার স্বামীকে খ্রীষ্টীয় একতাবন্ধনে আবদ্ধ রাখিতে পারে না । ঈশ্বরের বাক্যে যেমন লিখিত আছে, তোমরা পরস্পরের প্রতি যেন তেমনি হইতে পার, তজ্জন্য তোমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি প্রবেশ করাইয়া বৈবাহিক-সম্বন্ধে তোমাদের সাহচর্য্য ঘনিষ্ঠ, কোমল, পবিত্র ও উন্নত হওয়া কর্ত্তব্য । প্রভু তোমাকে যেরূপ অবস্থায় দেখিতে চাহেন, তুমি যখন সেইরূপ অবস্থায় উপনীত হইবে, তখন তুমি পৃথিবীতে স্বর্গ ও তোমার জীবনে ঈশ্বরকে দেখিতে পাইবে । CCh 364.2

হে আমার প্রিয় ভ্রাতা ও ভগ্নি, স্মরণে রাখিও যে, ঈশ্বর প্রেম ও তোমাদের বিবাহ-প্রতজ্ঞায় তোমরা পরস্পরকে সুখী করিবার জন্য যে প্রতিশ্রুতি দিয়াছিলে, ঈশ্বরের অনুগ্রহে সেই প্রতিজ্ঞা রক্ষাও করিতে পারিবে ।3AH 112; CCh 364.3

খ্রীষ্টের অনুগ্রহে তুমি তোমার নিজের ও স্বার্থপরতার উপরে জয় লাভ করিতে পারিবে । প্রতিপদে আত্ম-ত্যাগ প্রদর্শন করিয়া এবং যাহাদের সাহায্যের প্রয়োজন তাহাদের প্রতি অবিরত প্রবল সহানুভূতি প্রকাশ করিয়া তোমরা যখন খ্রীষ্টীয় জীবন যাপন করিবে, তখন তোমরা জয়লাভের পর, জয় লাভ করিবে । নিজের উপর কি ভাবে জয়লাভ করা যায়, দিনের পর দিন তুমি ইয়াহা উত্তমরুপে জানিতে পারিবে । তুমি তোমার ইচ্ছা, তাহার ইচ্ছায় সমর্পণ কর বলিয়া প্রভু যিশু তোমার দীপ্তি, তোমার বল ও তোমার আনন্দের মুকুট হইবেন ।47T 49. CCh 364.4