Go to full page →

গৃহের আসবাবপত্র সাদাসিধে ও স্বল্পব্যয়সাধ্য হওয়া উচিত CCh 395

সাদাসিধে ও আড়ম্বর হীন জিনিষপত্র মজবুত অথচ সহজে পরিষ্কার হয় এবং স্বল্প ব্যয়ে যে সকল জিনিষের স্থান পূরণ করা যায়, সেই সকলের দ্বারা আপনার গৃহখানি সুসজজিত করিবেন । গৃহে প্রেম ও সন্তোষ বিরাজ করিলে রুচি অনুশীলনের দ্বারা আপনি আপনার প্রতি সাদাসিধে গৃহখানিকেও চিত্তাকর্ষক ও লোভনীয় করিয়া তুলিতে পারেন । CCh 395.4

অসার আড়ম্বরে আনন্দ প্রাপ্ত হওয়া যায় না । সুনিয়ন্ত্রিত পরিবারের নিয়ম-পদ্ধতি যত অধিকতর সাদাসিধে হইবে, গৃহখানি তত অধিকতর সুখী হইবে । সন্তানগণকে গৃহে সুখী ও তুষ্ট রাখিবার জন্য মূল্যবান বেষ্টনী ও মহার্ঘ আসবাবপত্রের প্রয়োজন হয় না ; কিন্তু মাতাপিতা তাঁহাদের প্রতি সযত্ন দৃষ্টি রাখিবেন ও তাহাদিগকে মধুর প্রেমে তুষ্ট করিবেন, ইহাই আবশ্যক । 1AH 131-155; CCh 396.1

গৃহে সর্ব্বদা ন্যায়ের আদর্শ রক্ষার নিমিত্ত আপনি ঈশ্বরের নিকটে বাধ্য । স্মরণে রাখিবেন যে, স্বর্গে কোন বিশৃঙ্খলা নাই, আর আপনার গৃহখানিকে জগতে স্বর্গ করিয়া তোলা কর্ত্তব্য । ইহাও স্মরণে রাখিবেন যে, গৃহের ক্ষুদ্র ক্ষুদ্র কার্য্যগুলি দিনের পর দিন বিশ্বস্তভাবে সুসম্পন্ন করিয়া এবং খ্রীষ্টীয় স্বভাব গঠন করিয়া আপনি ঈশ্বরের এক সহকার্য্যকারী হইয়া উঠিতেছেন । CCh 396.2

মাতাপিতাগণ স্মরণে রাখিবেন যে, আপনাদের সন্তানগণের পরিত্রাণার্থে আপনারা কার্য্য করিতেছেন । আপনাদের রীতিনীতি যদি ঠিক্ হয়, আপনারা যদি পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, সদগুণ ও ধার্ম্মিকতা, এবং আত্মা, প্রাণ ও শরীরের পবিত্রতা প্রকাশ করেন, তাহা হইলে আপনারা ত্রাণকর্ত্তার এই বাক্যে সাড়া দিতেছেন, যথা—“তোমরা জগতের দীপ্তি ।” CCh 396.3

ক্ষুদ্র ক্ষুদ্র শিশুগণকে ছোটবেলা হইতেই তাঁহাদের পরিচ্ছদের যত্ন লইতে শিক্ষা দিতে হইবে । তাহাদের জিনিষপত্র রাখিবার নিমিত্ত তাহাদিগকে একটী স্থান নির্দ্দিষ্ট করিয়া দিতে হইবে এবং প্রত্যেকটী পরিচ্ছদ পরিষ্কার-পরিচ্ছন্নরূপে ভাঁজ করিয়া যথাস্থানে রাখিয়া দিতে শিক্ষা দিতে হইবে । এমন কি সস্তা দামের একটী বিউরো (দেরাজ বিশিষ্ট ডেস্ক) ক্রয় করিয়া দেওয়া যদি আপনাদের অসাধ্য হয়, তবে একটী কাঠের বাক্সে তাক লাগাইয়া উজজ্বল সুন্দর রং এর কোন কাপড় দিয়া ঢাকিয়া লইয়া উহা ব্যবহার করিবেন । সন্তানগণকে পরিষ্কার-পরিচ্ছনতা ও সুশৃঙ্খলা শিক্ষা দিবার নিমিত্ত প্রতিদিন আপনাদের কিছু সময় ব্যয় হইবে বটে, কিন্তু ইহাতে ভবিষ্যতে আপনাদের উপকার হইবে এবং পরিনামে আপনাদেরও সময় অনেকটা রক্ষা হইবে এবং বহু উদ্বেগের হস্ত হইতে রক্ষা পাইবেন । CCh 396.4

কোন কোন মাতাপিতা তাঁহাদের সন্তানগণকে বিধ্বংসী হইতে এবং যে সকল দ্রব্য তাহাদের স্পর্শ করা উচিত নহে, তাহা লইয়া খেলা করিতে দেন । সন্তানগণকে শিক্ষা দিতে হইবে, যেন তাহারা অন্য লোকের দ্রব্যাদি কোন মতেই ব্যবহারে না করে । পরিবারের আরাম ও সুখের নিমিত্ত ঔচিত্যের নিয়মগুলি তাহাদের পালন করা আবশ্যক । সন্তানগণ চক্ষে যাহা দেখে, তাঁহার প্রত্যেকটী জিনিষ তাহাদিগকে ব্যবহার করিতে দিলে তদ্দ্বারা তাহারা অধিকতর কোন আনন্দ উপভোগ করিতে পারে না । তাহাদিগকে জিনিষের যত্ন লইতে শিক্ষা না দিলে, তাহারা অপ্রীতিকর ও ধ্বংসকারী স্বভাব লইয়া বর্দ্ধিত হইতে থাকিবে । CCh 397.1

সন্তানসন্ততিগণকে কখনও এমন খেলনা দিবেন না, যাহা সহজে ভাঙ্গিয়া যায় । কারণ এতদ্দ্বারা তাহাদিগকে ধ্বংসকারী হইতে শিক্ষা দেওয়া হয়, তাহাদিগকে অল্প খেলনা দিউন, কিন্তু সেগুলি যেন দৃঢ় ও মজবুত হয় । এই প্রস্তাবগুলি যদিও অতি সামান্য বলিয়া মনে হয়, তথাপি সন্তানের শিক্ষার বিষয়ে ইহার মূল্য অধিক । 1CG 110, 101, 102. CCh 397.2