Go to full page →

৩৫ অধ্যায় CCh 398

গৃহে আধ্যাত্মিক প্রভাব CCh 398

আমরা আমাদের পরিবারাদির মধ্যেই ঈশ্বরের পরিত্রান প্রাপ্ত হইতে পারি; কিন্তু ইহার নিমিত্তে আমাদের বিশ্বাস করিতে হইবে, জীবন যাপন করিতে হইবে এবং ঈশ্বরে ক্রমাগত দৃঢ় প্রতয় ও নির্ভর রাখতে হইবে। ঈশ্বরের বাক্য যে বাধা দান করা হইয়াছে, তাহা আমাদের নিজেদেরই মঙ্গলের নিমিত্ত। ইহা আমাদের পরিবারাদির ও আমাদের চতুষ্পার্শ্ব সকলের আনন্দ বর্দ্ধন করে। ইহা আমাদের রুচি মার্জিজত ও বিচার-বুদ্ধি বিশুদ্ধ করে এবং মনে শান্তি ও পরিণামে অনন্ত জীবন আনায়ন করে। সেবাকারী দুতগণ আমাদের বাসস্থানে কালক্ষেপ করিবেন, এবং আমাদের ঐশ্বরিক জীবনের চরম সংবাদ আনন্দ সহকারে স্বর্গে লইয়া যাইবেন। বিবরন-লেখক দূত আনন্দর ও সুখের বিবরন লিখিয়া রাখিবেন। CCh 398.1

গৃহ-জীবনের খ্রীষ্টের আত্মার স্থায়ী প্রভাব দৃষ্ট হইবে। নরনারিগণ সত্তের ও প্রেমের স্বর্গীয় প্রভাবে হৃদয় উন্মুক্ত করিয়া দিলে, এই সকল মূলনীতি মরুভূমিস্থ স্রোতস্বিনীর ন্যায় পুনরায় প্রবাহিতা হইয়া সকলই সতেজ করিবে এবং যে স্থানে এক্ষণে অনুর্ব্বরতা ও নিস্ফলতা তথায় নবীনতা আনয়ন করিবে।1CG 484; CCh 398.2

গৃহ-ধর্ম্মে অবহেলা ও সন্তানগণের শিক্ষা দানে তাচ্ছিল্য ঈশ্বরের নিকট অত্যন্ত বিরক্তিকর। আপনাদের কোন একটী সন্তান নদী গর্ভে পতিত হইয়া তরঙ্গের প্রতিকূলে সংগ্রাম করিতে করিতে যদি নিমজজনোম্মুখ হইয়া পড়িত, তাহা হইলে তথাই কিরূপ উত্তেজনার সৃষ্টি হইত। মানব জীবন রক্ষার্থে কিরূপ চেষ্টাই না করা যাইবে, কিরূপ প্রার্থনাই না উৎসর্গ করা হইবে, কিরূপ উৎসাহই না দেখা যাইবে। কিন্তু এ স্থানে যে আপনাদের সন্তানগণ খ্রীষ্টবিহীন, তাহাদের আত্মার যে মুক্তি সাধিত হয় নাই। হইত তাহারা এমন কি অবিনীত ও অশিষ্ট, এ্যাডভেন্টিষ্ট নামের কলঙ্ক। তাহারা আই জগতে আশাহীন ও ঈশ্বর বিহীন হইয়া বিনষ্ট হইতেছে, আর আপনারা আই বিষয়ে অসতর্ক ও অমনোযোগী। CCh 398.3

লোকদিগকে ঈশ্বর হইতে দূরে লইয়া যাইবার নিমিত্তে শয়তান সর্ব্বপ্রকার চেষ্টা করিতেছে; আর লোকদের আধ্যাত্নিক জীবন যখন কাজকারবারে ডুবিয়া থাকে, তাহাদের মন যখন বিষয় কর্ম্মে এরূপ ভাবে আসক্ত থাকে যে, বাইবেল অধ্যয়নে, গুপ্ত প্রার্থনার, ও নৈবেদ্যের বেদিতে সকাল সন্ধ্যায় প্রশংসা ও ধন্যবাদরূপ উপহার উৎসর্গের জন্য তাহারা আর সময় ক্ষেপণ করে না, তখনই তাহারা উদ্দেশ্য সিদ্ধ হই। প্রধান প্রতারকের চাতুরি কত অল্প লোকেই না বুঝিয়া পারে। তাহারা কৌশলাদি সম্বন্ধে কত অধিক লোকেই না অজ্ঞ।25T 424,226; CCh 399.1