স্বয়ং ঈশ্বর কর্ত্তৃক যিহুদিগণকে এই বিধান দত্ত হইয়াছিল যে, কোন সন্তানসন্ততি জন্মগ্রহন করিলে ঈশ্বরের সন্মুখে এক উপহার আনয়ন করিতে হইবে। কিন্তু এক্ষণে দেখা যায় যে, সন্তানগণের জন্ম দিনে মাতাপিতারা বিশেষ কষ্ট করিয়া সন্তানগণকে তাহাদের জন্মদিনের উপহার দিয়া থাকেন; এইটীকে তাঁহারা সন্তানের সম্মানের একটী উপলক্ষ করিয়া তুলেন, আর ইহাতে মনে হয় যেন, মানবই সম্মানের পাত্র। এই সকল বিষয়ে শয়তানের নিজের একটী অভিসন্ধি আছে; সে মানবগণের মন ও উপহারগুলি মানবের দিকে ফিরাইয়া লইয়াছে; আর এইরূপে সন্তানগণের চিন্তারাশি তাহাদের দিকেই ফিরাইয়া লওয়া হয়, ইহাতে মনে হয় যেন, তাহাদিগকে বিশেষ প্রিয়ভাজন করিয়া তোলা হইয়াছে। CCh 412.2
জন্মদিন উপলক্ষে সন্তানগণকে শিক্ষা দিতে হইবে যে, আর একটী বৎসর ঈশ্বর তাহাদিগকে বাঁচাইয়া রাখিয়াছেন বলিয়া তাঁহার প্রীতিপূর্ণ দয়ার নিমিত্ত তাঁহার নিকট কৃতজ্ঞ থাকিতে হইবে। এইরূপে তাহাদিগকে অনেক বহুমূল্য শিক্ষা দেওয়া যাইতে পারে। অনন্ত জীবনের আশার জন্য সকল অনুগ্রহের আদিকর্ত্তার নিকটে আমরা যেরূপ ঋণী, জীবনের, স্বাস্হ্যের ও আহার-বস্ত্রের নিমিত্তও আমরা তেমনি ঋণী; ঈশ্বরের অনুগ্রহ-দান স্বীকার করা ও আমাদের পরমোপকারীর নিকট কৃতজ্ঞতার উপহার উৎসর্গ করা ঈশ্বরেরই প্রাপ্য। ঈশ্বর এই সকল জন্মদিনের উপহার গ্রাহ্য করিয়া থাকেন। CCh 412.3
তাহাদিগকে শিক্ষা দিবেন, যেন তাহারা তাহাদের জীবনের বিগত বৎসরটী পুনরালোচনা করিয়া দেখে ও ঐ বৎসরে স্বর্গীয় বিবরণ পুস্তকে তাহাদের সম্বন্ধে সূক্ষ্মরূপে যে বিবরণ লিখিয়া রাখা হইয়াছে, হৃষ্টচিত্তে তাহার সম্মুখীন হইতে পারিবে কিনা তাহা গভীর ভাবে চিন্তা করে। তাহাদের আচার-ব্যবহার, তাহাদের বাক্যাদি, ও তাহাদের কার্য্যাদি ঈশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক কিনা, তাহা তাহাদিগকে গুরুতর ভাবে চিন্তা করিয়া দেখিতে উৎসাহ দিবেন। ঈশ্বরের দৃষ্টিতে তাহারা কি তাহাদের জীবন যীশুর জীবনের মত সুন্দর ও প্রেমিক করিয়া তুলিতেছে? প্রভু বিষয়ক জ্ঞান, তাঁহার পথ সমূহ ও তাঁহার বিধি সমূহ তাহাদিগকে শিক্ষা দান করুন। আমি আমার পরিবারস্থ সকলকে ও আমার বন্ধুগণকে বলিয়া দিয়াছি যে, মিসন-কার্য্যে ব্যবহারর্থে প্রভুর ধন-ভাণ্ডারে দিবার অনুমতি না দিলে, কেহ যে আমাকে জন্মদিনের ও বড়দিনের উপহার দেয়, আমি ইহা চাহি না। 1AH 472-476. CCh 413.1