খ্রীষ্টীয়ানগণ নানা উপায়ে আনন্দ লাভে সমর্থ, এবং কি প্রকার আমোদ ঠিক্ ও বিধি-সঙ্গত তাঁহারা তাহা নির্ভুলরূপে বলিতে পারেন। তাঁহারা এরূপ নির্দ্দোষ আমোদ উপভোগ করিতে পারেন, যাহাতে মন কলুষিত, অথবা আত্মা হীন হয় না; এবং আত্ম-সম্মান নষ্ট করিবার ও কার্য্যকারিতার পথে বিঘ্ন ঘটাইবার জন্য পরিণামে যাহা কাহাকেও নিরাশ করিবে না এবং দুঃখপূর্ণ কোন প্রভাব রাখিয়া যাইবে না। তাঁহারা যদি যীশুকে তাঁহাদের সঙ্গে লইয়া প্রারথনাশীল জীবন যাবন করিতে পারেন, তবে তাঁহারা সম্পূর্ণ নিরাপদ থাকিবেন। CCh 414.1
বিশ্বাসে ঈশ্বরের আশীর্ব্বাদ যাঞা করিয়া আপনি যে বিমল আমদ-আহলাদে রত হইতে পারেন, তাহা বিপজজনক হইবে না। কিন্তু যে আমোদ-প্রমোদ গুপ্ত প্রার্থনা করিতে, প্রকাশ্য প্রার্থনা করিতে, প্রার্থনার বেদিতে প্রার্থনা বা উপাসনা করিতে, প্রার্থনা সভায় অংশ গ্রহন করিতে আপনাকে অসমর্থ করে, তাহা নিরাপদ নহে, কিন্তু বিপজজনক। CCh 414.2
আমরা আমন এক শ্রেণীর লোক, যাহারা বিশ্বাস করি যে, জীবনের প্রতিটী দিন এই জগতের ঈশ্বরের গৌরবার্থে জীবন যাবন করা আমাদের একটী বিশেষ অধিকার; ফলতঃ কেবল আমাদের নিজেদের আমোদ-আহলাদের জন্য অথবা কেবল আমাদের নিজেদিগকে সুখি করিবার জন্য আমরা এই জগতে বসবাস করি না। মানবজাতির উপকারের জন্য, সমাজে আশীর্ব্বাদের স্বরূপ হইবার জন্য আমরা এই জগতে আছি; অনেকে যেমন তাহাদের মনকে নীচ প্রবৃত্তির, অসারতা বা জাঁকজমক ও মূর্খতার অনুসরন করিতে দেয়, আমরা যদি সেইরূপ করি, তাহা হইলে কি প্রকারে আমরা আমাদের জাতির ও বংশের উপকার করিতে পারি? সাধারণ কর্ত্তব্য কর্ম্মগুলি অধিকতর বিশ্বস্ত ভাবে সম্পাদনার্থে যে আমোদ আমাদিগকে অনুপযুক্ত করিয়া তুলিবে, আমরা নির্দ্দোষভাবে সেই আমোদে যোগদান করিতে পারি না। CCh 414.3
অনেক কিছু আছে, যাহা সভাবতঃ ভাল, কিন্তু শয়তান কর্ত্তৃক বিকৃত হইয়া অসতর্ক লোকদের পক্ষে ঐগুলি ফাঁদ স্বরূপ হইয়া পড়িয়াছে। CCh 415.1
অন্যান্য প্রত্যেকটী ব্যাপারে যেমন, আমোদ-প্রমোদেও তেমনি সংযমের প্রয়োজন। আর এই সকল আমোদ-প্রমোদের বা খেলাধূলার ধরনও যত্ন সহকারে ও সম্পূর্ণরূপে বিবেচনা করিয়া দেখা কর্ত্তব্য। প্রত্যেক যুবকের নিজেকে জিজ্ঞাসা করা কর্ত্তব্য, শারীরিক, মানসিক ও নৈতিক স্বাস্হ্যের উপরে এই সকল আমোদ-প্রমোদ ও খেলাধূলার প্রভাব কিরূপ হইবে? আমার মন কি এইরূপ ভাবে মোহিত হইয়া যাইবে যে, আমি ঈশ্বরকে ভুলিয়া যাইব? আমি কি আমার সম্মুখে তাঁহার গৌরব অবসান হইতে দিব? 1AH 512-514; CCh 415.2