সকলেরই জ্ঞানেন্দ্রিয়গুলি চৌকি দেওয়া আবশ্যক, নতুবা শয়তান তাহাদের উপরে জয় লাভ করিবে; কারণ এই গুলি আত্মার প্রবেশ পথ। আপনি যদি আপনার মনকে বশে রাখিতে, অসার এবং কলুষিত চিন্তা হইতে আত্মাকে বিশুদ্ধ রাখিতে চাহেন, তবে আপনার চক্ষু, কর্ণ অ আপনার সমুদয় ইন্দ্রিয় বিশ্বস্ত ভাবে চৌকি দিতে হইবে। একমাত্র অনুগ্রহের শক্তিই এই সর্ব্বাধিক বাঞ্ছনীয় কার্য্য সাধন করিতে পারে। লোকেরা যেন ভর্ৎসনা, উপদেশ অ চেতনাবাণী শ্রবন না করে, অথবা যদিও তাহারা শ্রবন করে, তথাপি উহা যেন তাহাদের হৃদয় স্পর্শ না করে এবং উহাতে যেন তাহাদের জীবনের পরিবর্ত্তন সাধিত না হয়, তজজন্য শয়তান অ তাহার দূতগণ তাহাদিগকে সংজ্ঞাহীন করিবার জন্য সতত ব্যস্ত। CCh 428.1