জীবনের যাবতীয় কর্ত্তব্য সুচারুরূপে সম্পাদনার্থে শারীরিক, মানসিক ও আধ্যাত্নিক শক্তিপুঞ্জকে প্রস্তুত করাকেই শিক্ষা বলে। সহ্য-শক্তিকে এবং মস্তিষ্কের বল ও কর্ম্মতৎপরতাকে যে ভাবে নিযুক্ত করা যাইবে, সেই ভাবে তাহাদের হ্রাস ও বৃদ্ধি ঘটিবে। মনকে এরূপ সুনিয়মে চলাইতে হইবে যেন, ইহার সমুদয় শক্তির যথাযথ বিকাশ সাধিত হয়। CCh 431.1
বহু যুবকযুবতীই পুস্তকের জন্য ব্যগ্র। তাহারা যাহা কিছু প্রাপ্ত হই, তাহাই পাঠ করিতে ইচ্ছা করে। তাহারা যাহা পাঠ করে ও যাহা শ্রবন করে তদ্বিষয়ে সাবধান হউক। আমাকে জ্ঞাত করা হইয়াছে যে, অনুপযুক্ত পুস্তক অধ্যয়নের ফলে তাহারা ভ্রষ্টতারূপ মহা বিপদে পতিত হইবে। শয়তান সহস্র সহস্র উপায়ে যুবকযুবতীগণের মন চঞ্চল করিতে পারে। এক মুহূর্ত্তের জন্য অসতর্ক হইলে, তাহাদের বিপদ অনিবার্য্য। তাহারা যেন শয়তানের প্রলোভনে প্রলুব্ধ না হয়, তজজন্য তাহাদের মন সতত জাগরূক রাখা আবশ্যক। CCh 431.2