মণ্ডলীর সভ্যদিগের মধ্যে অদম্য জিহ্বা আছে, ইহা বলিতে আমি যারপর-নাই কষ্ট অনুভব করি। মিথাবাদী জিহ্বা আছে, যাহা অনিষ্টে পূর্ণ। ধুর্ত্ত ও ফিস্ফিস্কারী জিহ্বা আছে। জল্পনা, অশিষ্ট পরচচর্চা, চালাকিপূর্ণ হেঁয়ালি বা ব্যঙ্গোক্তিও আছে। যাহারা জল্পনা-প্রিয় তাহাদের মধ্যে কেহ বা কৌতূহলাক্রান্ত, কেহ বা ঈর্ষ্যা-প্রণোদিত, আবার অনেকে,- যাঁহাদের মাধ্যমে ঈশ্বর তাহাদিগকে ভর্ৎসনা করিয়াছেন, তাঁহাদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। এই সকল অসঙ্গত উপাদান কার্য্যে রত। কেহ কেহ তাহাদের যথার্থ অনুভূতি বা ভাবমিশ্রিত চিন্তা গোপন করিয়া রাখে, আবার অন্যেরা অপরের সম্বন্ধে যাহা কিছু মন্দ জানে বা সন্দেহ করে, তাহার সকলটুকুই লোকদিগকে জানাইবার জন্য উৎসুক হইয়া পড়ে। CCh 446.1
আমি দেখিতে পাইলাম, মিথ্যা শপথ — যাহা সত্যকে মিথ্যায়, ভালিকে মন্দে পরিণত করে এবং নির্দ্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে, তাহাই এক্ষণে সক্রিয় হইয়া পড়িয়াছে। ঈশ্বরের নামধারী লোকদের অবস্থা দেখিয়া শয়তান উল্লাসিত। অনেকে নিজেদের আত্মার সম্বন্ধে উদাসীন থাকিয়া অন্যের বিষয় সমালোচনা করিবার এবং অন্যকে দোষী করিবার জন্য ব্যগ্রভাবে সুযোগ খুঁজিয়া থাকে। সকলেরই চরিত্রে কোন না কোন দোষ আছে, সুতরাং তাহাদের ক্ষতি করণার্থে ঈর্ষ্যাকে জাগাইয়া তুলিবার জন্য কিছু না কিছু খুঁজিয়া বাহির করা কঠিন নহে। এই সকল আত্ম-নিযুক্ত বিচারকেরা বলিয়া থাকে — “এক্ষণে আমরা সত্য ঘটনা জানিতে পারিয়াছি। অতএব তাহাদিগকে এমন অভিযোগের মধ্যে ফেলিব, যাহা হইতে তাহারা আর নিষ্কৃতি পাইতে পারিবে না।” তাহারা উপযুক্ত সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পাইলেই তাহাদের জল্পনার থলি খুলিয়া লইয়া পরীবাদের রসাস্বাদন করে। CCh 446.2
এক্তু কিছু লইয়া পরীবাদ করিবার চেষ্টায়, সভাবতঃ যাহাদের কল্পনাশক্তি প্রবল, তাহারা যেমন নিজেদিগকে তেমনি অপরকেও প্রতারণা করিয়া থাকে। অন্যেরা অসতর্কভাবে যে সকল বাক্য বলে, সেগুলি হঠকারিতা সহকারে বলা হইয়াছে, সুতরাং উহাতে বক্তার প্রকৃত মনোভাব ব্যক্ত নাও হইতে পারে, এই চিন্তা না করিয়া তাহারা উহা শিরোধার্য্য করিয়া লয়। কিন্তু ঐ সকল অচিন্তিতপূর্ব্ব-উক্তি প্রায়ই এত নগনয় থাকে যে , উহা ধর্ত্তব্যের মধ্যেই নহে, তথাপি যে পর্য্যন্ত না ছুঁচোর মল পর্ব্বত হইয়া উঠে, তাবৎ শয়তান তাহার Magnifying glass (যে কাচের সাহায্যে ছোট জিনিষ বড় দেখায়) — এর মধ্য দিয়া উহা বড় করিয়া দেখায়, মনে মনে তোলপাড় করায় এবং পুনঃ পুনঃ আবৃত্তি করায়। CCh 447.1
প্রত্যেকটী উড়ো সংবাদ গ্রহণ করা, অন্যের চরিত্রে যাহাতে সন্দেহ আরোপিত হয় এরূপ প্রত্যেকটী বিষয় খুঁজিয়া খুঁজিয়া বাহির করা, পরে তাহার অনিষ্ট সাধনার্থে উহা ব্যবহার করিয়া মনে মনে আনন্দ উপভোগ করা কি খ্রীষ্টীয় প্রেমের চিহ্ন ? খ্রীষ্টের কোন অনুগামীর অপবাদ রটাইতে কিংবা তাহার চরিত্রে কলঙ্ক আরোপ করিতে পারিলে শয়তান উল্লাসিত হয়। সে “আমাদের ভ্রাতৃগণের বিরুদ্ধে দোষারপকারী।” খ্রীষ্টীয়ান কি তাহাকে তাহার কার্য্যে সাহায্য করিবে ? CCh 447.2
ঈশ্বরের সর্ব্বদর্শী চক্ষু সকলেরই দোষত্রুটী ও প্রতেকেরি মনের প্রবল উত্তেজনা লক্ষ্য করিয়া থাকেন, তথাপি তিনি আমাদের ভুলত্রুটীগুলি উপেক্ষা করিয়া থাকেন, এবং আমাদের দুর্ব্বলতায় সহানুভূতি প্রদর্শন করেন। তিনি তাঁহার লোকদিগকে ঐ একই কোমলতা ও সহানুভূতির আত্মা পোষণ করিতে আদেশ করেন। প্রকৃ্ত খ্রীষ্টীয়ানগণ অন্যের দোষত্রুটী ও তাহাদের খুঁত বা দুর্ব্বলতা ব্যক্ত করিতে আনন্দ উপভোগ করিবে না । যাহা কিছু চিত্তাকর্ষক ও প্রীতিজনক তৎপ্রতি মন সুপ্রতিষ্ঠিত করিবার নিমিত্ত তাহারা জঘন্যতা ও বিরূপতা হইতে প্রতিনিবৃত্ত হইবে। দোষ ধরার প্রত্যেকটী কার্য্য, নিন্দার ও কুৎসার প্রত্যেকটী বাক্য খ্রীষ্টীয়ানের নিকট ক্লেশদায়ক।65T 94-96; CCh 447.3