Go to full page →

৫১ অধ্যায় CCh 555

স্বাস্থ্য-সংস্কারে বিশ্বস্ততা CCh 555

( মন্তব্যঃ- মিসেস হোয়াইট্ ১৯০৯ খ্রীষ্টাব্দে তাঁহার জীবনের শেষ জেনারেল কন্ফারেন্স বৈঠকে যোগ দান করতঃ স্বাস্থ্য সংস্কারের আবশ্যক বিষয়গুলির পুনরাবৃত্তি করিয়া এই বার্ত্তা দান করিয়াছিলেন। -- সঙ্কলনকারিগণ ।) CCh 555.1

স্বাস্থ্য-সংস্কারের মুলনীতিগুলির প্রতি বিশ্বাস হারাইয়া অনেকে সত্য হইতে স্খলিত হইয়াছে বলিয়া আমাদের সমুদয় লোকের নিকটে এই বিষয়টী লইয়া একটী বার্ত্তা দান করিতে আমাকে আদেশ দেওয়া হইয়াছে। CCh 555.2

স্বীয় সন্তানগণের জন্য ঈশ্বরের অভিপ্রায় এই--- তাহারা যেন সিদ্ধ নরনারীর অবস্থা পর্য্যন্ত খ্রীষ্টযীশুতে বৃদ্ধি পায়। এই উদ্দেশ্য পূরণার্থে মন, আত্মা ও দেহের প্রতিটী শক্তি ঠিক্ ভাবে ব্যবহার করিতে হইবে। তাহারা তাহাদের কোন মানসিক ও শারীরিক বল নষ্ট করিতে পারে না। CCh 555.3

কি প্রকারে স্বাস্থ্য রক্ষা করা যায়, ইহা একটী প্রধান প্রয়োজনীয় প্রশ্ন। ঈশ্বর-ভয়ে এই প্রশ্নটীর অনুশীলন করিলে আমরা জানিতে পারিবে যে, আহারে সাদাসিধে ভাব বজার রাখা আমাদের শারীরিক ও আধ্যাত্মিক এই উভয় বিধ উন্নতির পক্ষে সর্ব্বাপেক্ষা উত্তম পন্থা। আইসুন, আমরা ধৈর্য্যপূর্ব্বক এই প্রশ্নটীর সমালোচনা করি। নিপুণতা সহকারে এই প্রশ্নটীর সমালোচনা করিবার নিমিত্ত জ্ঞানের ও বিচারশক্তির প্রয়োজন। প্রাকৃতিক নিয়মের প্রতিরোধ করা যায় না, সুতরাং উহা পালন করিতেই হইবে। CCh 555.4

যাঁহারা আমিষ খাদ্য, চা ও কাফি, অতিমিষ্টি বা অধিক মসলাযুক্ত অস্বাস্থ্যকর খাদ্য ব্যবহারের কুফলতা সম্বন্ধে শিক্ষা পাইয়াছেন, এবং ত্যাগ স্বীকারের দ্বারা ঈশ্বরের সহিত এক নিয়ম স্থাপন করিতে কৃতসঙ্কল্প হইয়াছেন, তাঁহারা যে খাদ্যকে অস্বাস্থ্যকর বলিয়া জানেন, সেই খাদ্য দ্বারা তাঁহাদের ক্ষুৎ পিপাসা চরিতার্থ করিতে থাকিবেন না। ঈশ্বর চাহেন, যেন ক্ষুধা বিশুদ্ধ হয় এবং যে সকল দ্রব্য উত্তম নহে, তাহাতে আত্ম-সংযম অভ্যাস করা হয়। ঈশ্বরের লোকেরা যেন সিদ্ধ অবস্থায় তাঁহার সম্মুখে দাঁড়াইতে পারে, তজজন্য পূর্ব্বেই কার্য্য সাধন করিতে হইবে। CCh 555.5

ঈশ্বরের অবশিষ্ট লোকদিগের পরিবর্ত্তিত হইতে হইবে। এই বার্ত্তাটী দিবার উদ্দেশ্য এই যেন, আত্মা সকল পরিবর্ত্তিত পবিত্রীকৃত হয়। এই আন্দোলনে ঈশ্বরের আত্মার শক্তি অনুভব করিতে হইবে। ইহা একটী আশ্বর্য্য ও নির্দিষ্ট বার্ত্তা; গ্রহণকারীর পক্ষে ইহার অর্থ গুরুতর, এবং ইহা উচৈচঃস্বরে ঘোষণা করিতে হইবে। শেষ পর্য্যন্ত এই বার্ত্তাটী যেন দ্রুতগতিতে ও উত্তরোত্তর গুরুতররূপে প্রচারিত হইতে পারে, তজজন্য আমাদের এক যথার্থ স্থায়ী বিশ্বাসের প্রয়োজন। CCh 556.1

কোন কোন নামধারী বিশ্বাসী আছে যাহারা সাক্ষ্যের-বাক্যের কোন কোন অংশকে ঈশ্বরের বার্ত্তা বলিয়া গ্রহণ করে, কিন্তু যে সকল অংশে তাঁহাদের প্রিয় লালসাকে বা অমিতাচারকে দোষী করে, সেগুলি অগ্রাহ্য করে। এই প্রকার লোকেরা যেমন নিজেদের, তেমনি মণ্ডলীর মঙ্গলের বিরুদ্ধে কার্য্য করিতেছে। যতক্ষণ দীপ্তি আছে, ততক্ষণ দীপ্তিতে চলা আবশ্যক। যাহারা স্বাস্থ্য সংস্কারে বিশ্বাস করে বলিয়া দাবী করে, অথচ তাঁহাদের দৈনিক জীবনের কার্য্য সম্পাদনে ইহার মুলনীতিগুলির বিরুদ্ধে চলে, তাহারা তাহাদের আত্মার ক্ষতি করিতেছে এবং বিশ্বাসী ও অবিশ্বাসীগণের মনে ভ্রান্ত ধারণাসমূহ ঢুকাইয়া দিতেছে। CCh 556.2