Go to full page →

পরে ঈশ্বর আশীর্ব্বাদ করিতে পারেন CCh 565

যে সকল পুরোহিত নিঃসঙ্কোচে লালসা চরিতার্থা করিয়া যাইতেছেন, তাহারা লক্ষ্যের পিছনে পড়িতেছেন। ঈশ্বর চাহেন, যেন তাঁহারা স্বাস্থ্য-সংস্কারক হন। তিনি চাহেন যেন, এই বিষয়ে যে দীপ্তি দেওয়া হইয়াছে, তাঁহারা সেই দীপ্তি অনুসারে জীবন যাপন করেন। আমাদের-স্বাস্থ্য মূলনীতিগুলির বিষয়ে যাঁহাদের অতিশয় উদ্যোগী হওয়া কর্ত্তব্য, তাঁহারা যখন ঠিক্ভাবে জীবন যাপন করেন না, তখন আমি তাঁহাদের দেখিয়া অতি দুঃখ অনুভব করি। আমি প্রার্থনা করি, যেন ঈশ্বর তাঁহাদের মনে এই ছবি অঙ্কিত করিয়া দেন যে, তাঁহারা এক মহা ক্ষতির সন্মুখীন হইতেছেন। যে পরিবারাদি লইয়া আমাদের মন্ডলী গঠিত, তাহাদের মধ্যে সকল কার্য্য সুধারায় পরিচালিত হইলে প্রভুর জন্য আমরা দ্বিগুন কার্য্য করিতে পারিতাম। CCh 565.2

পরিষ্কৃত হইবার ও বিশুদ্ধ থাকিবার জন্য সেভেন্থ-ডে-এ্যাডভেন্টিষ্ট গণের হৃদয়ে ও গৃহে পবিত্র আত্মা বিরাজিত থাকা আবশ্যক। সদাপ্রভু আমাকে দিব্যালোক দ্বারা জানাইয়াছেন যে, আধুনিক ইস্রায়েলগণ যখন তাঁহার সন্মুখে নিজেদিগকে অবনত করিবে ও দেহমন্দিরকে সর্ব্বপ্রকার অশুচিতা হইতে পরিষ্কৃত করিবে, তখন পীড়িতের জন্য প্রার্থনা করিলে তিনি তাহাদের প্রার্থানা শুনিবেন এবং তাঁহার রোগ-নিবারক-ঔষধে আশীর্ব্বাদ করিবেন। রোগ প্রতিষেধার্থে যাহা কিছু করা যায়, বিশ্বাস পূর্ব্বক তাহা করা হইলে, চিকিৎসার জন্য ঈশ্বর যে সকল সহজ প্রণালী দিয়াছেন, সে সকল ব্যবহার করিলে তিনি তাহাতে আশীর্ববাদ করিবেন। CCh 566.1

এত দীপ্তি দিবার পরও যদি ঈশ্বরের লোকেরা কুঅভ্যাস পোষণ করেন, আত্ম-প্রশ্রয়ী হইয়া সংশোধিত হইতে অস্বীকার করেন, তাহা হইলে তাঁহারা আজ্ঞা-লঙ্ঘনের সুনিশ্চিত ফল ভোগ করিবেন। যে কোন ক্ষতি স্বীকার করিয়া তাঁহারা যদি তাঁহাদের ভ্রষ্ট লালসা চরিতার্থের জন্য দৃঢ়-সস্কল্প হন, তবে তাহাদিগকে অমিতাচারের কুফলতা হইতে রক্ষা করিবার জন্য ঈশ্বর কোন আশ্চর্য্য কার্য্য সাধন করিবেন না, তাঁহারা “দুঃখে শয়ন করিবে।” যিশা ৫০ : ১১। CCh 566.2

স্বাস্থ্য ও আধ্যাত্মিক প্রতিভা সম্পর্কে ঈশ্বর যে সকল বহুমূল্য আশীর্ব্বাদ সঞ্চয় করিয়া রাখিয়াছেন, আহা ! অমিতাচারের জন্য কত জনেই না তাহা হারাইতেছে ! কোন কোন মহৎ কর্ন্ম সাধনার্থে অনেকেই বিশেষ জয় ও বিশেষ আশীর্ব্বাদ লাভের নিমিত্ত মল্লযুদ্ধ করিতেছে। এই বিষয়ে তাহারা সর্ব্বদাই উপলব্ধি করিতেছে যে, প্রার্থনায় ও অশ্রুপাতে তাহাদের মর্ন্মান্তিক যাতনা ভোগ করিতে হইবে। ঈশ্বরের প্রকাশিত ইচ্ছা কী তাহা জানিবার জন্য এই সকল ব্যক্তি প্রার্থনা পূর্ব্বক শাস্ত্র অনুসন্ধান করিলে এবং পরে মনের ভাব কণামাত্র গোপন না করিয়া বা আত্ম-প্রশ্রয়ী না হইয়া সর্ব্বান্তঃকরণে তাঁহার ইচ্ছা পালন করিলে মনে বিশ্রাম বা শান্তি পাইবে। সকল তীব্র বেদনা, সকল অশ্রু ও সকল উদ্যম তাহাদিগকে আকাঙিক্ষত আশীর্ব্বাদ দান করিবে না। নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করিতে হইবে। যাহারা বিশাসপূর্ব্বক যাচ্ঞা করিবে, তাহাদের সকলকে ঈশ্বরের যে অনুগ্রহ প্রচুররূপে দান করিবার প্রতিজ্ঞা করা হইয়াছে, তদানুযায়ী তাহাদের জীবন যাপন করিতে হইবে। CCh 566.3

যীশু বলিয়াছিলেন, “কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদ্‌গামী হউক।” লূক ৯ : ২৩। আইসুন, আমরা আড়ম্বড় শূন্যতায় ও আত্মত্যাগে আমাদের ত্রাণকর্ত্তার পশ্চাদ্‌গামী হই। আইসুন, আমরা আড়ন্বর শূন্যতায় ও আত্মত্যাগে আমাদের ত্রাণকর্ত্তার পশ্চাদ্‌গামী হই। আইসুন, আমরা বাক্য দ্বারা ও প্রবিত্র জীবন যাপনের দ্বারা কালভেরীর মহামানবকে উত্তোলিত বা উন্নত করি। যাহারা নিজেদিগকে ঈশ্বরের হস্তে উৎসর্গ করে, ত্রাণকর্ত্তা তাহাদের অতি নিকটে আইসেন। আমাদের অন্তরে ও জীবনে ঈশ্বরের আত্মার কার্য্য করিবার আবশ্যকতা যদি কোন কালে হইয়া থাকে, তবে এখনই সেই সময়। পবিত্র ও আত্ম-ত্যাগের জীবন যাপনার্থে বল লাভের জন্য আইসুন আমরা এই ঐশ্বরিক শক্তি ধরিয়া রাখি। 19T 153-166. CCh 567.1