Go to full page →

৫২ অধ্যয় CCh 568

মানুষের সহিত ঈশ্বরের সম্বন্ধ বিশুদ্ধ রাখিবেন CCh 568

মস্তিষ্কের স্নায়ুমণ্ডলী সমগ্র দেহে সংবাদ আদান-প্রদান ; ইহা এক মাত্র মধ্যস্থ, যদ্দ্বারা ঈশ্বর মানবের নিকটে সংবাদ প্রদান করে; ইহা এক মাত্র মধ্যস্থ, যদ্দ্বারা ঈশ্বর মানবের নিকটে সংবাদ প্রদান করিতে এবং তাহার আভ্যন্তরিক জীবনে কার্য্য করিতে পারেন। CCh 568.1

স্নায়ুমণ্ডলীতে বৈদ্যুতিক প্রবাহে যাহা কিছুতে বাধা দান করে, তাহা জীবনদায়ক শক্তিপুঞ্জের বল কমাইয়া দেয়, ফলে মনের অনুভবশক্তি হ্রাস পাইয়া যায়। 12T 347; CCh 568.2

যে কোন প্রকারের অমিতাচারই বোধশক্তিসম্পন্ন-দেহযন্ত্রগুলিকে অসাড় করিয়া দেয় এবং মস্তিষ্কের স্নায়ুশক্তিকে এরূপ দুর্ব্বল করিয়া ফেলে যে উহারা শাশ্বত বিষয় সমূহের যথোচিত মূল্যাবধারণ করিবার ক্ষমতা হারাইয়া সাধারণের তুল্য হইয়া পড়ে। উন্নত উদ্দেশ্যসমূহের জন্য পরিকল্পিত উচ্চতর মানসিক শক্তি সমূহ, নীচতর প্রবৃত্তি সমূহের দাসত্বে আনীত হয়। আমাদের শারীরিক অভ্যাসগুলি ঠিক্ পথে পরিচালিত না হইলে, আমাদের মানসিক ও নৈতিকের মধ্যে প্রগাঢ় সহানুভূতি রহিয়াছে। 23T 50, 51; CCh 568.3

মানব পরিবারকে ক্রমাগত গভীরতর দুঃখ-কষ্ট ও দৈব-দুর্ব্বিপাকের মধ্যে নিমজিজত হইতে দেখিয়া শয়তান উল্লাসিত হয়। সে জানে যে, যে সকল ব্যক্তির অভ্যাস মন্দ ও দেহ অসুস্থ, তাহারা সুস্থ লোকের ন্যায় ব্যগ্রভাবে, অধ্যবসায় সহকারে ও বিশুদ্ধমানের ঈশ্বরের সেবা করিতে পারে না। অসুস্থ দেহ মস্তিষ্কের হানিকর। মনের দ্বারা আমরা প্রভুর সেবা করি। মস্তক দেহের রাজধানী। যে মন্দ অভ্যাস নিজেদের ও পরস্পরের ধ্বংস সাধন করিয়া থাকে, মানব পরিবারকে সেই মারাত্মক অভ্যাসে পরিচালিত করিয়া শয়তান তাহার সাংঘাতিক কার্য্যে বিজয়ী হয়। ফলতঃ এতদ্দ্বারা সে ঈশ্বরের প্রাপ্য সেবা-কার্য্য হইতে ঈশ্বরকে বঞ্চিত করে। CCh 568.4

মানবজাতিকে সম্পূণরূপে স্বীয় কর্ত্তৃত্বাধীনে আনিবার জন্য শয়তান অবিরত সতর্ক থাকে। ক্ষুৎ-পিপাসা বা লালসার মধ্য দিয়াই সে মানুষের উপরে প্রবলতম আধিপত্য বিস্তার করে। আর সে সর্ব্বপ্রযত্নে ক্ষুধাকে উত্তেজিত করিতে প্রয়াস পায়। 3Te 13,14; CCh 569.1