Go to full page →

মদ্য মানুষকে ক্রীতদাস করে CCh 572

তেজাল মদ্যের জন্য যখন আকাঙক্ষার উদ্রেক হয়, তখন লোকে স্বেছায় স্বীয় ওষ্ঠদ্বয়ে এমন দ্রব্য রাখে, যাহা ঈশ্বররের প্রতিমূর্ত্তিতে নির্ম্মিত মানবকে পশু অপেক্ষা নিকৃষ্টতর স্তরে নামাইয়া দেয়। যাহার ফলে বিবেক সংজ্ঞাহীন, বুদ্ধি অসাড় ও পাশবিক প্রবৃত্তিগুলি উত্তেজিত হয়, এবং পরে সর্ব্বাপেক্ষাহীন প্রকৃতির অধর্ম্ম সকল অনুষ্ঠিত হইতে পারে। 83T 561; CCh 572.1

তাহারা যে সুরাপান করে তাহার প্রভাবে তাহারা এমন কার্য্য করিতে পরিচালিত হয়, যাহার ভয়ে তাহারা জড়সড় হইয়া যাইত,--- যদি তাহারা উন্মত্তকারী ঔষধের স্বাদ গ্রহণ না করিত। যখন তাহারা তরল বিষের প্রভাবে আইসে, তখন তাহারা শয়তানের অধীনে আইসে। সে তাহাদের উপরে কর্ত্তৃত্ব করে, আর তাহারা তাহার সহিত সহযোগিতা রক্ষা করে। 9Te 24; CCh 572.2

এইরূপে শয়তান যখন মদ্যের নিমিত্ত আত্ম বিক্রয় করিতে মানবকে প্রলুব্ধ করে, তখন সে যে দেহ, মন ও আত্মা অধিকার করিয়া লয়, তাহাতে মানব আর কার্য্য করে না, কিন্তু শয়তানই কার্য্য করিতে থাকে। আর মাতাল যখন তাহার স্ত্রীকে- যাহাকে সে জীবনের শেষ পর্য্যন্ত প্রেম করিবে ও লালন-পালন করিবে বলিয়া প্রতিজ্ঞা করিয়াছে, তাহাকে, প্রহার করিবার জন্য হস্ত উত্তোলন করিবে, তখনই শয়তানের নিষ্ঠুরতা প্রকাশিত হইবে। মাতালের কার্য্যসমূহ শয়তানের অত্যাচারের এক সুস্পষ্ট প্রকাশ মাত্র। 10MM 114; CCh 572.3

মদ্যপায়িগণ নিজেদিগকে শয়তানের ক্রীতদাস করিয়া তুলে। পৌত্তলিক আমোদ-প্রমোদের জন্য ও কুকর্ম্মে প্রবৃত্তকারী লালসা চরিতার্থের জন্য লোক বোঝাই করিয়া যে সকল রেলগাড়ী,বাষ্পীয়- পোত, ষ্টীমার, নৌকা ও বাস, মোটরগাড়ী প্রভৃতি যান চতুর্দ্দিকে ধাবিত হয়, সেগুলির ভারপ্রাপ্ত কার্য্যকারিগণকে শয়তান প্রলুব্ধ করে, আর এইরূপে লোকেরা ঈশ্বরকে ও তাঁহার ব্যবস্থাদি ভুলিয়া যায়। CCh 572.4

তাহারা কিসে ব্যাপৃত তাহা দেখিতে পায় না। ভুল করিয়া সঙ্কেত করা হয়, এবং গাড়ীগুলি পরস্পরকে আঘাত করে ও মৃত্যু ঘটে। এইরূপ অবস্থা অধিকতর মাত্রায় দৃষ্ট হইতে থাকে। CCh 573.1

মাতালের কলুষ-প্রবনতা বংশের মধ্যে সংক্রমিত হয়, এবং তাহাদের মধ্য দিয়া ভাবী বংশধরগণের মধ্যে সংক্রমিত হয় । 11Te 34, 38; CCh 573.2