Go to full page →

সেভেন্থ-ডে-এ্যাডভেন্টিষ্টগণ জগতের নিকটে দৃষ্টান্তস্বরূপ CCh 577

সম্প্রদায় হিসাবে আমরা সংস্কারক, জগতের মধ্যে দীপ্তি বাহক, ঈশ্বরের জন্য বিশ্বস্ত প্রহরী হইয়া প্রত্যেকটী প্রবেশ করিয়া আমাদের ক্ষুৎপিপাসাকে বিকৃত করিতে কিংবা আমাদের লালসাকে কলুষিত করিতে না পারে। আমাদের দৃষ্টান্ত ও আমাদের প্রভাব সংস্কারের পক্ষে একটি শক্তি হওয়া আবশ্যক। যে কোন কুঅভ্যাস আমাদের বিবেককে ভোঁতা করিবে কিংবা প্রলোভনকে জাগাইয়া তুলিবে, তাহা হইতে অবশ্যই দূরে থাকিতে হইবে। ঈশ্বরের প্রতিমূর্ত্তিতে নির্ন্মিত একটী মানবের মনেও যেন শয়তান প্রবেশ করিতে না পারে, তজজন্য প্রতিটী দ্বার বদ্ধ রাখা আবশ্যক। 225T 360; CCh 577.1

একমাত্র নিরাপদ উপায়—চা, কাফি, মদ, তামাক্‌, আফিং এবং সুরাজাতিয় পানীয় স্পর্শ না করা, স্বাদ না লওয়া, ও ব্যবহার না করা। শয়তানের পরীক্ষাসমুহের প্রতিরোধার্থে ও কলুষিত লালসার এমন কি অত্যল্প অমিতাচারে বাধা দানার্থে কতিপয় পুরুষ পুর্ব্বের লোকদের ঈশ্বরের অনুগ্রহ দ্বারা সবলীকৃত ইচ্ছাশক্তির সাহায্যের যতটা প্রয়োজন ছিল, এই কালের লোকদের তাহা অপেক্ষা দ্বিগুণ প্রয়োজন। কিন্তু সেকালে যাহারা বাস করিত, তাহাদের আত্ম-সংযম শক্তি যতটা প্রবল ছিল, এই কালের লোকদের তাহা অপেক্ষা অনেক কম। এই সকল উত্তেজক পদার্থের জন্য যাহারা ক্ষুৎ পিপাসাকে বা লালসাকে প্রশ্রয় দেয়, তাহারা তাহাদের কলুষিত লালসাকে এবং কামপ্রবৃত্তিগুলিকে তাহাদের সন্তানসন্ততিগণের মধ্যে সংক্রমিত করিয়া দেয়, এই জন্য সর্বপ্রকার অমিতার প্রতিরোধার্থে অধিকতর নৈতিক-শক্তির প্রয়োজন হয়। অতএব একমাত্র খাঁটী নিরাপত্তার অনুসরণ করিতে হইলে মিতাচারের পক্ষে অবিচলিতভাবে দণ্ডায়মান থাকিতে হইবে এবং বিপদের পথে দাঁড়াইতে দুঃসাহস করিতে হইবে। CCh 577.2

সর্ব্ববিষয়ে মিতাচারী হইবার সম্পর্কে খ্রীষ্টীয়ানদিগের নৈতিক অনুভুতি যদি জাগ্রত হইত, তাহা হইলে তাহাদের ভোজনালয় হইতে আরম্ভ করিয়া তাহারা তাহাদের দৃষ্টান্ত দ্বারা—যাহারা আত্ম-সংযমে দুর্ব্বল, যাহারা লালসার বা ক্ষুত-পিপাসার আকাঙক্ষা দমন করিতে প্রায় অসমর্থ তাহাদিগকে সাহায্য করিতে পারিত। আমরা যদি সাম্যকরূপে হৃদয়ঙ্গম করিতে পারিতাম যে, জীবনে আমরা যে আভ্যাস গঠন করি, তাহারই উপরে আমাদের অনন্তকালের মঙ্গলামঙ্গল নির্ভর করে এবং আমাদের চিরাদৃষ্ট নির্ভর করে কঠোর মিতাচার অভ্যাসের উপরে, তাহা হইলে আহারে ও পানীয়ে আমরা কঠোর মিতাচারী হইতাম। আমাদের, দৃষ্টান্ত ও আমাদের ব্যক্তিগত চেষ্টা দ্বারা আমরা অনেককে অমিতাচারের অধর্ন্মের ও আমাদের ব্যক্তিগত চেষ্টা দ্বারা আমরা অনেককে অমিতাচারের অধর্ন্মের ও মৃত্যুর করাল কবল হইতে রক্ষা করিতে পারিতাম। কেবল স্বাস্থ্যপ্রদ ও পুষ্টিকর খাদ্য ভোজন করাইয়া অন্যের মুক্তির জন্য আমাদের ভগ্নিগন অনেক কিছুই করিতে পারেন। তাঁহাদের সন্তানসন্ততিগণকে রুচি ও লালসা সন্বন্ধে শিক্ষা দিবার, সর্ব্ববিষয়ে মিতাচারী হইবার ও অন্যের মঙ্গলের জন্য আত্ম-ত্যাগী ও পরহিতৈষী হইতে উৎসাহিত করিবার জন্য তাঁহারা তাঁহাদের বহুমূল্য সময় ব্যয় করিতে পারেন। 233T 488,489. CCh 577.3