Go to full page →

রবিবার পালনের আইন CCh 616

ধর্ম্মশক্তিগুলি ঈশ্বরের সহিত ঐক্যবদ্ধ ইহা প্রকাশ করিয়া এবং মেষের মত নিরীহ স্বভাবের দাবী করিয়া তাহাদের কার্য্য দ্বারা তাহারা দেখাইবে যে, তাহাদের অন্তঃকরণ নাগের অন্তঃকরণের মত এবং তাহারা শয়্তানের দ্বারা প্রণোদিত ও শাসিত। সপ্তমদিন পবিত্ররুপে পালনের জন্য ঈশ্বরের পরিকল্পানা ব্যর্থ করিয়া নিজের উদ্দেশ্য সাধনের আশায় আশান্বিত হইয়া শয়তান বিশ্রামদিনের পরিবর্ত্তন সাধন করিয়াছে। সে মানবীয় ব্যবস্থা অপেক্ষা ঈশ্বরের আদেশ সমূহ কম শক্তিশালী করিতে চেষ্টা করে। যে পাপ-পুরুষ সময়ের ও ব্যবস্থার পরিবর্ত্তন করিতে মনস্থ করিয়াছিল, এবং যে সর্ব্বদা ঈশ্বরের লোকদের প্রতি তাড়না করিয়াছে, সে সপ্তাহের প্রথম দিন জোর পূর্ব্বক পালনের নিমিত্ত দৃঢ় ভাবে দাঁড়াইয়া থাকিতে হইবে। আর সদাপ্রভুই ঈশ্বরগণের ঈশ্বর, ইহা সুস্পষ্টরুপে প্রদর্শন ক্করিয়া তাহাদের পক্ষে তাঁহার কার্য্য সাধন করিবেন। CCh 616.2

সপ্তাহের প্রথম দিন পালনের আইন, ভ্রষ্ট খ্রীষ্টীয়ান-সম্প্রদায়ের কার্য্য। রবিবার প্রোপত্বের সন্তান, আর খৃষ্টান-জগৎ উহাকে ঈশ্বরের পবিত্র বিশ্রমদিনের উর্দ্ধে উন্নত করিয়াছে। রবিবারের প্রতি সম্মান প্রদর্শন করা ঈশ্বরের লোকদের কোন মতেই কর্ত্তব্য নহে। কিন্তু আমি তাহাদিগকে বুঝাইয়া দিতে চাহি যে, ঈশ্বর চাহেন, যেন তাহারা বিরোধিতা পরিহার করে, ফলতঃ এইরুপ বিরোধিতা করিলে এরুপ তিক্ত বিদ্বেষের সৃষ্টি হয় যে, সত্য প্রচার একেবারে অসম্ভব হইয়া পড়ে। আইন অমান্য করিয়া রবিবারে কোন প্রদর্শনীর আয়োজন করিবেন না। কোন এক স্থানে যদি এরুপ করা হয়, এবং তাহাতে যদি আপনি অবজ্ঞাত হন, তবে অন্য স্থানেও এইরুপ ঘটিবে। *মন্তব্যঃ- উল্লিখিত রবিবার পালনের আইনের বির্দ্দেশে যে মূলনীতির বিশ্লেষণ করা হইয়াছে, তাহা ধর্ম্মসংক্রান্ত দিন ও ছুটীর দিনের সম্পর্কেও প্রযোজ্য -- যখন আইনের দ্বারা আমরা বিশ্রাম করিতে বাধ্য হই।আমরা CCh 617.1

রবিবার দিনকে এমন এক দিনের মত ব্যবহার করিতে পারি, যে দিনে কার্য্য করা, খ্রীষ্টের পক্ষে কার্য্য করা হইবে। সম্পূর্ণ মৃদুতা ও নম্রতা সহকারে সাধ্যানুযায়ী কার্য্য করা আবশ্যক। CCh 618.1

রবিবার দিনটী মিশনারী কার্য্যে যাপন করিলে যাহারা সেভেস্থ-ডে-এ্যাডভেন্টিষ্টদিগকে অপসস্থ করিয়া মহা আনন্দ উপভোগ করে, সেই গোঁড়া স্বেচ্ছাচারিগণ আর প্রতিকূ্লাচরণ করিবে না। যখন তাহারা দেখিবে যে রবিবার দিনে আমরা লোকদের বাড়ী বাড়ী যাইয়া তাহাদের সহিত সাক্ষাৎ করতঃ ধর্ম্মশাস্ত্র অধ্যয়ন করি, তখন তাহারা বুঝিতে পারিবে যে, রবিবার পালনের আইন জারী করিয়া আমাদের কার্য্যে বাধা দান করিতে চেষ্টা করা অনর্থক। CCh 618.2

বিভিন্ন প্রকারের কার্য্য করিয়া রবিবার দিনটী এমন সুন্দর ভাবে যাপন করা যাইতে পারে, যদ্দ্বারা প্রভুর অনেক কার্য্য সধিত হইবে। এই দিনে উন্মুক্ত ময়দানে কিংবা গৃহে সভা ক্করা যাইতে পারে। বাড়ী বাড়ী যাইয়া সুসমাচার কিংবা গৃহে গৃহে সভা করা যাইতে পারে। যাঁহারা লেখক তাঁহারা প্রবন্ধদি লিখিয়া দিনটী যাপন করিতে পারেন। সম্ভব হইলেই রবিবার দিন ধর্ম্ম-সভা করিবেন। এই সকল সভা অতিশয় চিত্তাকর্ষক করিয়া তুলিলেন। খঁটি উদ্দীপনা-মূ্লক সঙ্গীত গাইবেন এবং ত্রাণকত্তার প্রেমের বিষয়, শান্তি ও আশ্বাসের সহিত প্রচার করিবেন। মিতাচার সম্বন্ধে ও যথার্থ ধর্ম্ম-অভিজ্ঞতা সম্পর্কে কথা বলিবেন। কিরুপে কার্য্য করিতে হয়, তৎসম্বন্ধে এইরুপে আপনি অনেক কিছু শিখিতে এবং অনেক লোকের কাছে উপস্থিত হইতে পারিবেন। CCh 618.3

আমাদের বিদ্যালয়গুলির শিক্ষকেরা যেন রবিবার নিশনারী কার্য্যে ব্যাপৃ্ত থাকেন। আমাকে জানান হইয়াছে যে, এইরুপে তাঁহারা শত্রুর মনস্কামনা ব্যর্থ করিতে সমথ হইবেন। যাহারা সত্য জানে না, শিক্ষকেরা ছাত্রদের লইয়া তথায় সভা করিতে যাউন। তাহা হইলে তাঁহারা অন্য যে কোন উপায় অপেক্ষা এই উপায়ে অধিকতর কিছু করিতে পারিবেন। CCh 618.4

লোকদিগকে অবশ্যই সত্য দিতে হইবে। সরল সত্য ও প্রকৃত সত্য দান করিতে হইবে। কিন্তু খ্রীষ্টের আত্নার এই সত্য দান করিতে হইবে। নেকড়ে বাঘের মধ্যে যেমন মেঘ, আমাদেরও তেমনি সাবধান হইতে হইবে। খ্রীষ্ট যে সকল সতর্কবাণী দান করিয়াছেন, তাহাতে যাহারা মনোনিবেশ না করিবে, যাহারা ধৈর্য্যশীল ও আত্নসংযমী না হইবে, তাহারা প্রভুর জন্য কার্য্য করিবার বহুমূ্ল্য সুযোগ সমুহ হারাইবে। যাহারা সদাপ্রভুর ব্যবস্থা লঙ্ঘন করিতেছে, তাহাদের বিরুদ্ধে অপবাদ বা কুৎসাপূর্ণ বক্তৃতা দান করিতে প্রভু তাঁহার লোকদিগকে নিযুক্ত করেন নাই। অন্য সম্প্রদায়ের উপরে আক্রমণ চালান আমাদের কোন মতেই কর্ত্তব্য নহে। আমাদের কার্য্যের বিরুদ্ধে ও বাইবেলানুযায়ী বিশ্রামবারের বিরুদ্ধে বহুলোকের মনে যে বিদ্বেষ ভাব আছে, তাহা দুরীকরণার্থে আমাদের যাহা কিছু করা সাধ্য, তাহা করা আবশ্যক। 119T 229-238. CCh 618.5