আমি দেখিলাম মন্দ দূতগণ আত্না সমুহের জন্য দ্বন্দ্ব করিতেছে, আর ঈশ্বরের দূতগণ ইহার প্রতিরোধ করিতেছেন। এই সংগ্রাম অতি কঠোর সংগ্রাম। মন্দ দূতগণ তাহাদের বিষময় প্রভাবের দ্বারা বিশুদ্ধ আবহাওয়া কলুষিত করিয়া তুলিয়াছিল এবং এই সকল আত্মার চেতনাশক্তি সংজ্ঞাহীন করিবার জন্য তাহাদের চতুর্দ্দিকে ভিড় করিয়াছিল। পবিত্র দূতগণ শয়তানের বাহিনীকে বিতাড়িত করিবার নিমিত্ত উদ্বেগ সহকারে চৌকি দিতেছিলেন ও অপেক্ষা করিতেছিলেন। কিন্তু লোকের ইচ্ছার বিরুদ্ধে তাহাদের মনকে পরিচালিত করা উত্তম দূতগণের কার্য্য নহে। তাহারা যদি শত্রুর হস্তে আত্ম সমর্পণ করে এবং তাহার প্রতিরোধার্থে কোন চেষ্টা না করে, তাহা হইলে যাহারা বিপন্ন তাহাদিগকে জাগ্রত করিবার ও সাহায্যার্থে স্বর্গের দিকে দৃষ্টিপাত করিবার জন্য যে পর্য্যন্ত না আরও জ্যোতি দত্ত হয়, তাবৎ ঈশ্বরের দূতগণ শয়তানের বাহিনীর প্রতিরোধ করা অপেক্ষা আর অধিক কিছু করিতে পারেন না। যাহারা নিজেদের সাহায্য করিতে কোনই চেষ্টা করে না, তাহাদের মুক্তির জন্য যীশু তাঁহার পবিত্র দূতগণকে আদেশ দিবেন না। CCh 620.1
একটী আত্মা হারাইবার আশঙ্কা দেখিলে, সেই আত্মাটীকে ধরিয়া রাখিবার জন্য শয়তান প্রানপণে চেষ্টা করিবে। যখনই সেই ব্যক্তি স্বীয় বিপদের বিষয় সতর্ক হইয়া শক্তির জন্য দুঃখিত মনে ও আগ্রহ সহকারে যীশুর প্রতি দৃষ্টিপাত করে, তখনই শয়তানের ভয় হয় যে, সে একজন বন্দিকে হারাইবে। আর সে ঐ হতভাগা বিপন্ন ব্যক্তির চতুদ্দিকে বেড়া স্থাপনার্থে বলবৃদ্ধির নিমিত্ত স্বীয় দূত-বাহিনীকে আহবান করে এবং তাহার নিকটে যেন স্বর্গের জ্যোতি পহুঁছিতে না পারে, তজ্জন্য তাহার চতুর্দ্দিকে অন্ধকারের এক প্রাচীর নির্ম্মাণ করে। কিন্তু ঐ বিপন্ন ব্যক্তি যদি পুনঃ পুনঃ চেষ্টা করে এবং স্বীয় অবস্থা উপলব্ধি করিয়া সম্পূর্ণরূপে খ্রীষ্টের রক্তে নির্ভর করে, তাহা হইলে আমাদের ত্রাণকর্ত্তা বিশ্বাসের সেই ব্যাকুল প্রার্থনায় কর্ণপাত করিয়া তাহার উদ্ধারের নিমিত্ত বলে বীর দূতের বাহিনীকে পাঠাইয়া থাকেন। CCh 620.2
শয়তানের প্রবল পরাক্রান্ত প্রতিদ্বন্দ্বীর নিকট প্রার্থনা করা হয় ইহা সে সহ্য করিতে পারে না, কারণ তাঁহার পরাক্রম ও ময্যাদার সম্মুখে সে ভীত ও কম্পিত। ব্যগ্র প্রার্থনার স্বর শুনিয়াই শয়তানের সমস্ত বাহিনী কাঁপিতে থাকে, আর সে স্বীয় উদ্দেশ্য সাধনের নিমিত্ত মন্দ দূতগনের বাহিনীকে ডাকিতে থাকে। পরে যখন শক্তিমান দূতগণ স্বগীয় বর্ম্মে আচ্ছাদিত হইয়া অবসন্ন ও আক্রন্ত আত্মার সাহায্যের জন্য আইসেন, তখন শয়তান ও তাহার বাহিনী যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী জানিয়া পশ্চাতের হটিয়া যায়। শয়তানের বাধ্য প্রজাগণ বিশ্বস্ত, কর্ম্মঠ ও একই উদ্দেশ্যে প্রণোদিত। যদিও তাহারা পরস্পরের বিরুদ্ধে ঈর্ষ্যা করে এবং পরস্পরের সঙ্গে সংগ্রাম করে, তথাপি সাধারণ স্বার্থের ব্যাপারে প্রত্যেকে একমত হইয়া প্রত্যেকটী সুযোগের সদ্ব্যবহার করে। কিন্তু স্বর্গের ও পৃথিবীর মহান্ অধ্যক্ষ শয়তানের শক্তি সীমাবদ্ধ করিয়াছেন। 11T 345, 346; CCh 621.1