Go to full page →

বিশ্বাসের প্রার্থনা CCh 643

যাহারা আরামে কালাতিপাত করিতেছে এবং নিজেদিগকে বেশ নিরাপদ বলিয়া মনে করে, তাহাদিগকে ফাঁদে ফেলিবার জন্য পতিত দূতগণ যে কিরূপ চেষ্টা করিতেছে, তাহা দর্শনার্থে আমাদের নয়নযুগল যদি উন্মুক্ত হইত তাহা হইলে আমরা নিজেদিগকে তত নিরাপদ মনে করিতে পারিতাম না। মন্দ দূতগণ আমাদিগকে আক্রমন করণার্থে প্রতিমুহূত্ত আমাদের পশ্চাৎ ধাবিত। শয়তান যেরূপ প্ররোচনা দান করিবে, মন্দ লোকেরা তৎক্ষণাৎ তাহা করিবে এরূপ আশা করা যাইতে পারে; কিন্তু তাহারা অদৃশ্য প্রতিনিধিগণের বিরুদ্ধে আমাদের মন অসতর্ক থাকিলে, তাহারা নূতন পন্থা অবলম্বন করিয়া আমাদের সমক্ষে অদ্ভুত ও অলৌকিক ক্রিয়া সকল সাধন করে। একমাত্র অস্ত্র ঈশ্বরের বাক্য, যাহা আমরা কৃতকার্য্যতার সহিত ব্যবহার করিতে পারি ; তদ্দ্বরা কি আমরা তাহাদিগকে প্রতিরোধ করিতে প্রস্তুত আছি ? CCh 643.1

এই সকল অলৌকিক ক্রিয়া ঈশ্বর হইতে হইতেছে ভাবিয়া কেহ কেহ এই গুলিতে বিশ্বাস করিতে প্রলুব্ধ হইবে। রুগিগণ আমাদের সম্মুখে আরোগ্য হইবে । আমাদের চক্ষুর সম্মুখে অদ্ভুদ কার্য্য সকল সাধিত হইবে। শয়তানের মিথ্যা অলৌকিক ক্রিয়া সকল যখন আরও পূর্ণমাত্রায় সাধিত হইতে থাকিবে, তখন এই পরীক্ষার সম্মুখীন হইবার জন্য আমরা কি এখন হইতে প্রস্তুত আছি ? তখন কি আত্মা ফাঁদে ধরা পাড়বে না ? ঈশ্বরের সরল ও সহজ উপদেশ এবং আজ্ঞা সকল ত্যাগ করিয়া এবং গল্পের দিকে মন দিয়া অনেকের মন এই সকল মিথ্যা আশ্চর্য্য কার্য্যে বিশ্বাস করিতে প্রবৃত্ত হইতেছে। শীঘ্রই আমাদের যে সংগ্রমে লিপ্ত হইতে হইবে, সেই সংগ্রামের জন্য সুসজিজভূত হইবার নিমিত্ত আমাদের সকলেরই এক্ষণে চেষ্টা করিতে হইবে। ঈশ্বরের বাক্যে বিশ্বাস, প্রার্থনা পূর্ব্বক ইহা অধ্যয়ন, ও বাস্তবক্ষেত্রে ইহার প্রয়োগের দ্বারা আমরা শয়তানের শক্তি হইতে রক্ষা পাইতে এবং খ্রীষ্টের রক্তের দ্বারা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হইতে পারিব। 61T 301. CCh 643.2