সপ্তাহের পর সপ্তাহ যে সকল ভীষণ দৈবদুর্ব্বিপাকের কথা শুনিতেছি, তাহাতে আমি আমার নিজেকে জিজ্ঞাসা করি :-এই সকলের অর্থ কি ? অতিদ্রুত, একটীর পর একটী, অতি ভয়াবহ দুর্ঘটনা সকল ঘটিয়া যাইতেছে । কত ঘন ঘন আমরা ভূমিকম্প, টরনাণ্ডো (প্রচণ্ড ঘূর্ণিবায়ু) অগ্নিকাণ্ড ও বন্যা দ্বারা ধ্বংসের বিষয় শুনিতেছি, তাহাতে কত লোকের জীবনের ও সম্পত্তির কতই না মহাক্ষতি সাধিত হইতেছে । দৃশ্যতঃ এই সকল বিষম বিপদ বা দুঃখ-ক্লেশকে বাহ্য বিশৃঙ্খল, অব্যবস্থিত শক্তিপুঞ্জের পরিবর্ত্তনশীল আবির্ভাব বলিতে হইবে, কিন্ত এই সকলের মধ্য দিয়া ঈশ্বরের অভিপ্রায় জানা যাইতে পারে । যে সকল উপায়ের দ্বারা ঈশ্বর নরনারিগণকে তাহাদের বিপদের বিষয় সতর্ক করিতে চাহেন, এইগুলি তন্মরধ্যে একটী। CCh 686.1
আমরা যখন প্রথম বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন খ্রীষ্টের আগমন আরও সন্নিকট । মহা বাগবিতণ্ডা শেষ হইতে চলিল । দেশে ঈশ্বরের ন্যায়-বিচার আরম্ভ হইয়াছে । এ সকলই গম্ভীর ভাবে চেতনা দিয়া বলিতেছে, “তোমরাও প্রস্তুত থাক, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন ।” মথি ২৪ : ৪৪ । CCh 687.1
কিন্ত আমাদের মণ্ডলীগুলির মধ্যে এমন অনেকে আছে, যাহারা বর্ত্তমান সত্যের প্রকৃত অর্থ অল্পই জানে । এই যুগের যে সকল চিহ্ন সুস্পষ্টরূপে বলিয়া দিতেছে যে, পরিণাম নিকতবর্ত্তী — সেই সকল চিহ্ন প্রতিফলিত হইতে দেখিয়া তাহারা যেন ঐ গুলি অবজ্ঞা না করে, তজজন্য আমি তাহাদিগকে সনির্ব্বন্ধ অনুরোধ জানাই । আহা ! যাহারা তাহাদের নিজেদের পরিত্রাণের চেষ্টা করে নাই, তাহারা শীঘ্রই তিক্ত খেদোক্তিতে বলিবে, “শস্য কাটিবার সময় গেল, ফল চয়নের কাল শেষ হইল, কিন্ত আমাদের পরিত্রাণ হয় নাই ।” যির ৮ : ২০ । CCh 687.2
আমরা এই জগতের ইতিহাসের শেষ অঙ্কে বাস করিতেছি । ভাববাণী দ্রুত প্রতিফলিত হইয়া যাইতেছে । পরীক্ষাকাল শীঘ্রই শেষ হইয়া পরিত্রাণের দ্বার রুদ্ধ হইতে যাইতেছে । নষ্ট করার মত সময় আমাদের নাই — এক মুহূর্ত্তও নাই । সুতরাং আমাদের যেন নিদ্রিত অবস্থায় দেখিতে পাওয়া না যায় । অন্তরে ও কার্য্যে কেহ না বলুক, “আমার প্রভুর আসিতে বিলম্ব আছে ।” খ্রীষ্টের সত্বর আগমনের বার্ত্তা ব্যগ্রভাবে প্রচারিত হউক । আগামী কোপ হইতে পলায়ন করিতে ও পাপের জন্য খেদ ও অনুতাপ করিতে আইসুন আমরা প্রত্যেক স্থানের নরনারীকে প্রণোদিত করি । অনতি বিলম্বে প্রস্তুত হইতে, আইসুন আমরা তাহাদিগকে জাগ্রত করি, কারণ আমাদের সম্মুখে কি আছে, তৎসম্বন্ধে আমরা অল্পই জানি । পুরোহিত ও মণ্ডলীর সভ্যগণ পক্ক শস্যক্ষেত্রে যাইয়া উদাসীন ও অনুরাগহীন লোকদিগকে বলুক, যেন যতক্ষণ সদাপ্রভুকে পাওয়া যায় ততক্ষণে তাহারা তাঁহার অন্বেষণ করে । বাইবেলের বিস্মৃত সত্যগুলি যে স্থানেই প্রচারিত হইবে, কার্য্যকারিগণ সেই স্থানেই ফল লাভ করিতে পারিবে । তাহারা এমন লোকদিগকে পাইবে, যাহারা সত্য গ্রহণ করিয়া খ্রীষ্টের জন্য আত্মালাভার্থে নিজেদের জীবন উৎসর্গ করিবে । CCh 687.3
প্রভু শীঘ্রই আসিতেছেন, তাঁহার সহিত শান্তিতে সাক্ষাৎ সরণার্থে আমাদের প্রস্তুত হওয়া আবশ্যক আমাদের চতুর্দ্দিকে যাহারা আছে, তাহাদিগকে জ্যোতি প্রদনার্থে যথাসাধ্য কার্য্য করিবার জন্য আইসুন আমরা স্থিরসঙ্কল্প হই । আমাদের দুঃখিত হওয়া উচিত নহে, কিন্ত প্রফুল্লিত থাকা আবশ্যক । আহা ! তাঁহাকে আগমনের জন্য আমাদের প্রস্তুত হইয়া অপেক্ষায় থাকা আবশ্যক । আহা ! তাঁহাকে দেখা ও তাঁহার মুক্তিপ্রাপ্ত লোক হিসাবে তাঁহার দ্বারা অভ্যর্থিত হওয়া কতই না গৌরবের বিষয় হইবে ! আমরা বহু বৎসর যাবৎ অপেক্ষায় আছি, কিন্ত আমাদের আশা কখনই ক্ষীণ হইতে দেওয়া কর্ত্তব্য নহে । আমরা যদি রাজাকে তাঁহার সৌন্দর্যে কেবল দেখিতে পাই, তাহা হইলে আমরা চির-ধন্য-হইব । আমার মনে হয়, যেন আমি এই বলিয়া উচ্চধ্বনি করি : “বাড়ির দিকে ।” মূল্য দ্বারা ক্রীত লোকদিগকে তাহাদের অনন্ত আবাসে লইয়া যাইবার নিমিত্ত খ্রীষ্ট যখন সপরাক্রমে ও মহা আসিবেন, আমরা তখনকার নিকতবর্ত্তী হইতেছি । CCh 688.1
যে সকল সমস্যার সমাধানের বিষয় আমরা জানি না, মহান্ শেষকার্য্যে আমাদের সেই সকল সমস্যার সম্মুখীন হইতে হইবে ; কিন্ত আমরা যেন ভুলিয়া না যাই যে, স্বর্গের তিনটী মহানশক্তি কার্য্যে নিয়োজিত আছেন, ঐশ্বরিক হস্ত হাইল ধরিয়া আছেন, আর ঈশ্বর তাঁহার প্রতিজ্ঞা সমূহ রক্ষা করিবেন । তিনি জগৎ হইতে এমন একদল লোক সংগ্রহ করিবেন, যাহারা ধার্ম্মিকতায় তাঁহার সেবা করিবে । 28T 252-254; CCh 688.2