Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    তোমাদের মুক্তি সন্নিকট

    সপ্তাহের পর সপ্তাহ যে সকল ভীষণ দৈবদুর্ব্বিপাকের কথা শুনিতেছি, তাহাতে আমি আমার নিজেকে জিজ্ঞাসা করি :-এই সকলের অর্থ কি ? অতিদ্রুত, একটীর পর একটী, অতি ভয়াবহ দুর্ঘটনা সকল ঘটিয়া যাইতেছে । কত ঘন ঘন আমরা ভূমিকম্প, টরনাণ্ডো (প্রচণ্ড ঘূর্ণিবায়ু) অগ্নিকাণ্ড ও বন্যা দ্বারা ধ্বংসের বিষয় শুনিতেছি, তাহাতে কত লোকের জীবনের ও সম্পত্তির কতই না মহাক্ষতি সাধিত হইতেছে । দৃশ্যতঃ এই সকল বিষম বিপদ বা দুঃখ-ক্লেশকে বাহ্য বিশৃঙ্খল, অব্যবস্থিত শক্তিপুঞ্জের পরিবর্ত্তনশীল আবির্ভাব বলিতে হইবে, কিন্ত এই সকলের মধ্য দিয়া ঈশ্বরের অভিপ্রায় জানা যাইতে পারে । যে সকল উপায়ের দ্বারা ঈশ্বর নরনারিগণকে তাহাদের বিপদের বিষয় সতর্ক করিতে চাহেন, এইগুলি তন্মরধ্যে একটী।CCh 686.1

    আমরা যখন প্রথম বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন খ্রীষ্টের আগমন আরও সন্নিকট । মহা বাগবিতণ্ডা শেষ হইতে চলিল । দেশে ঈশ্বরের ন্যায়-বিচার আরম্ভ হইয়াছে । এ সকলই গম্ভীর ভাবে চেতনা দিয়া বলিতেছে, “তোমরাও প্রস্তুত থাক, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন ।” মথি ২৪ : ৪৪ ।CCh 687.1

    কিন্ত আমাদের মণ্ডলীগুলির মধ্যে এমন অনেকে আছে, যাহারা বর্ত্তমান সত্যের প্রকৃত অর্থ অল্পই জানে । এই যুগের যে সকল চিহ্ন সুস্পষ্টরূপে বলিয়া দিতেছে যে, পরিণাম নিকতবর্ত্তী — সেই সকল চিহ্ন প্রতিফলিত হইতে দেখিয়া তাহারা যেন ঐ গুলি অবজ্ঞা না করে, তজজন্য আমি তাহাদিগকে সনির্ব্বন্ধ অনুরোধ জানাই । আহা ! যাহারা তাহাদের নিজেদের পরিত্রাণের চেষ্টা করে নাই, তাহারা শীঘ্রই তিক্ত খেদোক্তিতে বলিবে, “শস্য কাটিবার সময় গেল, ফল চয়নের কাল শেষ হইল, কিন্ত আমাদের পরিত্রাণ হয় নাই ।” যির ৮ : ২০ ।CCh 687.2

    আমরা এই জগতের ইতিহাসের শেষ অঙ্কে বাস করিতেছি । ভাববাণী দ্রুত প্রতিফলিত হইয়া যাইতেছে । পরীক্ষাকাল শীঘ্রই শেষ হইয়া পরিত্রাণের দ্বার রুদ্ধ হইতে যাইতেছে । নষ্ট করার মত সময় আমাদের নাই — এক মুহূর্ত্তও নাই । সুতরাং আমাদের যেন নিদ্রিত অবস্থায় দেখিতে পাওয়া না যায় । অন্তরে ও কার্য্যে কেহ না বলুক, “আমার প্রভুর আসিতে বিলম্ব আছে ।” খ্রীষ্টের সত্বর আগমনের বার্ত্তা ব্যগ্রভাবে প্রচারিত হউক । আগামী কোপ হইতে পলায়ন করিতে ও পাপের জন্য খেদ ও অনুতাপ করিতে আইসুন আমরা প্রত্যেক স্থানের নরনারীকে প্রণোদিত করি । অনতি বিলম্বে প্রস্তুত হইতে, আইসুন আমরা তাহাদিগকে জাগ্রত করি, কারণ আমাদের সম্মুখে কি আছে, তৎসম্বন্ধে আমরা অল্পই জানি । পুরোহিত ও মণ্ডলীর সভ্যগণ পক্ক শস্যক্ষেত্রে যাইয়া উদাসীন ও অনুরাগহীন লোকদিগকে বলুক, যেন যতক্ষণ সদাপ্রভুকে পাওয়া যায় ততক্ষণে তাহারা তাঁহার অন্বেষণ করে । বাইবেলের বিস্মৃত সত্যগুলি যে স্থানেই প্রচারিত হইবে, কার্য্যকারিগণ সেই স্থানেই ফল লাভ করিতে পারিবে । তাহারা এমন লোকদিগকে পাইবে, যাহারা সত্য গ্রহণ করিয়া খ্রীষ্টের জন্য আত্মালাভার্থে নিজেদের জীবন উৎসর্গ করিবে ।CCh 687.3

    প্রভু শীঘ্রই আসিতেছেন, তাঁহার সহিত শান্তিতে সাক্ষাৎ সরণার্থে আমাদের প্রস্তুত হওয়া আবশ্যক আমাদের চতুর্দ্দিকে যাহারা আছে, তাহাদিগকে জ্যোতি প্রদনার্থে যথাসাধ্য কার্য্য করিবার জন্য আইসুন আমরা স্থিরসঙ্কল্প হই । আমাদের দুঃখিত হওয়া উচিত নহে, কিন্ত প্রফুল্লিত থাকা আবশ্যক । আহা ! তাঁহাকে আগমনের জন্য আমাদের প্রস্তুত হইয়া অপেক্ষায় থাকা আবশ্যক । আহা ! তাঁহাকে দেখা ও তাঁহার মুক্তিপ্রাপ্ত লোক হিসাবে তাঁহার দ্বারা অভ্যর্থিত হওয়া কতই না গৌরবের বিষয় হইবে ! আমরা বহু বৎসর যাবৎ অপেক্ষায় আছি, কিন্ত আমাদের আশা কখনই ক্ষীণ হইতে দেওয়া কর্ত্তব্য নহে । আমরা যদি রাজাকে তাঁহার সৌন্দর্যে কেবল দেখিতে পাই, তাহা হইলে আমরা চির-ধন্য-হইব । আমার মনে হয়, যেন আমি এই বলিয়া উচ্চধ্বনি করি : “বাড়ির দিকে ।” মূল্য দ্বারা ক্রীত লোকদিগকে তাহাদের অনন্ত আবাসে লইয়া যাইবার নিমিত্ত খ্রীষ্ট যখন সপরাক্রমে ও মহা আসিবেন, আমরা তখনকার নিকতবর্ত্তী হইতেছি ।CCh 688.1

    যে সকল সমস্যার সমাধানের বিষয় আমরা জানি না, মহান্ শেষকার্য্যে আমাদের সেই সকল সমস্যার সম্মুখীন হইতে হইবে ; কিন্ত আমরা যেন ভুলিয়া না যাই যে, স্বর্গের তিনটী মহানশক্তি কার্য্যে নিয়োজিত আছেন, ঐশ্বরিক হস্ত হাইল ধরিয়া আছেন, আর ঈশ্বর তাঁহার প্রতিজ্ঞা সমূহ রক্ষা করিবেন । তিনি জগৎ হইতে এমন একদল লোক সংগ্রহ করিবেন, যাহারা ধার্ম্মিকতায় তাঁহার সেবা করিবে । 28T 252-254;CCh 688.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents