Go to full page →

উত্তম কাজ করা MHBen 239

অসুস্থতা থেকে আরোগ্য লাভের নিশ্চিত বাধা হ‪চ্ছে নিজেদের প্রতি অন্যদের মনোযোগ আকর্ষণ কেন্দ্রীভূত করা। অনেক অসুস্থ‬ ব্যক্তিরা মনে করেন প্রত্যেকে তাদের প্রতি করুণা এবং সাহায্য করবেন, যখন তাদের প্রয়োজন নিজেদের চাহিদার পরিবর্তে অন্যদের প্রতি দৃষ্টিপাত করা এবং তাদের চাহিদা সম্পর্কে চিন্তাকরা।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 239.3

প্রায়শ দুর্দশাগ্রস্ত, দুঃখার্ত এবং হতাশাগ্রস্তদের জন্য আকুল আবেদনসহ প্রার্থনা করি, আর এটাই সঠিক কাজ। আমাদের প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর অন্ধকার মনে আলোর ছোয়া দান করেন এবং দুঃখার্ত হৃদয়কে সান্ত্বনা দান করেন। কিন্তু ঈশ্বর সে সব প্রার্থনার উত্তর দান করেন যারা নিজেদের তাঁর আশীর্বাদের বাহকরূপে ব্যবহার করেন। আমরা যখন এসব দুঃখার্তদের জন্য প্রার্থনা করি, তখন তাদেরকে উৎসাহিত করা উচিত যেন তারা অন্যদের সাহায্য করে যারা তাদের চেয়েও আরো বেশী অভাবগ্রস্ত। যখন তারা অন্যদের সাহায্য করতে চেষ্টা করবে তখন তাদের হৃদয়ের অন্ধকার দূরীভূত হবে। আমরা যখন অন্যদের সান্ত্বনা দেবার জন্য সুযোগ খুঁজি এর মাধ্যমে আমরা নিজেদের সান্ত্বনা দান করে থাকি এবং আশীর্বাদ আমাদের কাছেই ফিরে আসে। MHBen 240.1

যিশাইয় আটান্ন অধ্যায় হ‪চ্ছে আমাদের শরীর ও আত্মার পীড়ার জন্য আরোগ্যদায়ী সুপারিশ পত্র। আমরা যদি সুস্বাস্থ্য এবং জীবনে প্রকৃত সুখ পেতে ই‪ছা করি, তবে আমাদের অবশ্যই এ শাস্ত্রের নিয়মকানুন মেনে চলা উচিত। যে সেবা এবং আশীর্বাদ তাঁর কাছে গ্রহণযোগ্য, সে বিষয় সদাপ্রভু বলেন: ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 240.2

“ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তাড়িত দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়? ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে; আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে; সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎদ্বর্তী হইবে। তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন; তুমি আর্তনাদ করিবে ও তিনি বলিবেন, এই যে আমি। যদি তুমি আমার মধ্য হইতে যোঁয়ালি, অঙ্গুলিতর্জ্জন ও অধর্ম্মবাক্য দূর কর, আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট ভক্ষ্য দেও, ও দুঃখার্ত প্রাণীকে আপ্যায়িত কর, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হইবে, ও তোমার অন্ধকার তিমির মধ্যাহ্নের সমান হইবে। আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন, ও তোমার অস্থি সকল বলবান করিবেন, তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে, এবং এমন জলের উনুইর ন্যায় হইবে, যাহার জল শুকায় না।”(যিশাইয় ৫৮:৭-১১)। MHBen 240.3

উত্তম কাজে দ্বিগুণ আশীর্বাদ, যিনি দয়া পান এবং যিনি দয়া দেখান উভয় উপকৃত হয়। স্বজ্ঞানে উত্তমকার্য করা মন ও শরীরের জন্য সব চেয়ে ভাল ওষুধ। যখন কোন ব্যক্তি কর্তব্য করার চাপ থেকে মুক্ত থাকে এবং অন্যদের সুখদানে আনন্দ উপভোগ করে, সুখী হয় তখন জীবনের প্রতিটি ক্ষেত্রে নূতন প্রভাব প্রস্ফুটিত হয়। MHBen 241.1

রুগ্ন ব্যক্তি সর্বদা করুণা প্রত্যাশার পরিবর্তে এ থেকে মুক্তির অন্বেষণ করুক। আপনার সব দুর্বলতা, দুঃখ এবং কষ্ট করুণাময় ত্রাণকর্তার ওপর অর্পণ করুন। তাঁর প্রেমের জন্য আপনার হৃদয় খুলে দিন এবং অন্যদের জন্য প্রবাহিত করুক। স্মরণে রাখবেন সকলের বহনের জন্য ভারী বোঝা আছে, তারা, প্রলোভনের পরে যা প্রতিরোধ করতে কষ্ট হয়, এবং আপনি এমন কিছু করতে পারেন যা, তাদের বোঝা লাঘব করতে পারে। আপনি যে আশীর্বাদ পেয়েছেন সেগুলো কৃতজ্ঞতার সঙ্গে ব্যক্ত করুন; আপনি যে সহানুভূতি পা‪চ্ছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। ঈশ্বরের মহামূল্যবান প্রতিজ্ঞায় আপনার হৃদয় পূর্ণ রাখুন, যেন সে অফুরন্ত ভান্ডার থেকে অন্যদের সান্ত্বনার এবং শান্তির বাক্য শুনাতে পারেন। এটা আপনার পরিবেশকে উৎফুল- রাখবে। আপনার উদ্দেশ্য হোক যারা আপনার চারপাশে আছেন তাদের আশীর্বাদ ও সাহায্য করা, এবং আপনি যেন আপনার পরিবারের এবং অন্যকে সাহায্যার্থে ব্যবহৃত হতে পারেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 241.2

যারা অসুস্থ‬তায় কষ্ট পান তারা যদি অন্যদের জন্য নিজেদের বিষয় ভুলে যান, যারা তাদের চেয়ে বেশী কষ্টে, দুঃখে আছে, যাদের অভাব-অধিক, তাদের পরিচর্যার জন্য নিজেদের প্রয়োজন ভুলে যান, তবে তারা ভাববাণীর প্রকৃত সত্য উপলব্ধি করতে পারেন। “ইহা করিলে সূর্য্যের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে। তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে। MHBen 241.3