Go to full page →

মারা ও এলিম MHBen 242

আজ এলিমের বিজয় র্ঝণাধারা এবং
ক্লান্তিকর মরুভূমিতে আনন্দের ছায়া;
গতকাল মারা ছিল বালু আর পাথরে ভরা,
একটি নির্জন এবং বিষণ্ন অনাবৃত স্থান।
তথাপি একই মরুভূমি উভয়ের জন্মস্থান,
একই তপ্ত বায়ু প্রবাহিত হয় উহাদের উপর;
একই উপত্যকার সমভূমি উভয়ের আশ্রয় স্থান এবং
একই পর্বতমালা ঘিরিয়া রাখিয়াছে তাহাদের।
তাই পৃথিবীতে আমাদের অবস্থা একই রকম,
তাই মনে পড়ে আমার,
আমরাও ছিলাম একই রকম;
তিক্ততা ও মিষ্টতা, শোক এবং উল্লাস,
সব যেন শুইয়া আছে পরস্পর তবে আছে শুধু দিনের প্রভেদ।
কখনো ঈশ্বর আমাদের তিক্ততা মিষ্ট করিয়া দেন,
কখনো তিনি আমাদের জন্য আনন্দের ফোয়ারা তৈরী করেন;
কখনো তিনি আমাদের মেঘস্তম্ভের নীচে আশ্রয় দেন
কখনো তিনি আমাদের বিজয়ের আশীর্বাদ দেন।
ইহার অর্থ কি? সহায় হইয়া থাকিবে না;
মারা ও এলিম একই ভাবে বলিয়া যাইবে;
আমাদের মরুভ‚মির র্ঝণা ও বিজয় শেষ হইবে;
অবশেষে আমরা “ঈশ্বরের রাজ্য”উপস্থিত হইব।
ও! আনন্দের দেশ!
নির্জন পাহাড় আর নাই,
সেখানে শুধু অনন্তআনন্দের ঝর্ণা ধারা;
ও! পবিত্র স্বর্গধাম!
যেখানে আমরা কাটাইব সারাটি জীবন।
- এইচ. বোনার। MHBen 242.1

*****