Go to full page →

পরিচ্ছন্নতা MHBen 258

ব্যক্তিগত পরিষ্কার-পরি‪চ্ছন্নতার আবশ্যকতা অত্যন্ত জোরালোভাবে শিক্ষা দেয়া হতো। সীনয় পর্বতে ব্যবস্থা প্রদানকারী ঈশ্বরের রব শুনবার জন্য একত্রিত হবার পূর্বে সব লোকের বস্ত্র এবং নিজেদের সন্তান করে পরিষ্কার করা আবশ্যক ছিল। কষ্টদায়ক হলেও এ নির্দেশ জোরদার সহ পালন করা হতো। ঈশ্বরের সম্মুখে কোন অশুচিতা, অপবিত্রতা সহ্য করা হয়নি।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 258.1

প্রান্তরে যাত্রাকালে ইস্রায়েল সন্তানেরা প্রায় সারাক্ষণ মুক্ত বাতাসে থাকতো, যেখানে বন্ধ ঘরের তুলনায় ক্ষতিকর দূষিত পদার্থ কম ছিল। কিন্তু পরিষ্কার-পরি‪চ্ছন্নতার ব্যাপারে তাঁবুর মধ্যে এবং বাইরে উভয় স্থানে কঠিন নিয়ম পালন করা হতো। কোন অযোগ্য ব্যক্তিকে শিবিরের মধ্যে বা আশে পাশে রাখা হতো না। সদাপ্রভু বলেন: ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 258.2

“কেননা তোমাকে রক্ষা করতে ও তোমার শত্রুগণকে তোমার সম্মুখে সমর্পণ করিতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শিবিরের মধ্যে গমনাগমন করেন; অতএব তোমার শিবির পবিত্র হউক; পাছে তোমাতে কোন অশুচি বিষয় দেখে তিনি তোমা হইতে বিমুখ হন।” (দ্বিতীয় বিবরণ ২৩:১৪)। MHBen 258.3