Go to full page →

খাদ্যঃ MHBen 258

শুচি এবং অশুচির মধ্যে পার্থক্য সব খাদ্যে দেখানো হয়েছে: MHBen 258.4

“আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি অন্য জাতি সকল হতে তোমাদিগকে পৃথক করিয়াছি। অতএব তোমরা শুচি অশুচি পশুর ও শুচি অশুচি পক্ষীর প্রভেদ করিবে; আমি যে যে পশু, পক্ষী ও ভূচর কীটাদি জন্তুকে অশুচি বলিয়া তোমাদের হইতে পৃথক করিলাম, সেই সকলের দ্বারা তোমরা আপনাদের প্রাণকে ঘৃণার্হ করিও না।”(লেবীয় ২০:২৪, ২৫)। MHBen 258.5

অনেক খাদ্য যা অন্য জাতিরা নির্বিঘ্নে খেত সেগুলো ইস্রায়েলদের খাওয়া নিষেধ ছিল। এ পৃথকীকরণ কোন বিধি বহির্ভূতভাবে করা হয়নি। যা খেতে নিষেধ করা হয়েছে, সেগুলো হ‪চ্ছে অস্বাস্থ্যকর। আর তাদের শিক্ষা দেয়া হয়েছিল যে, অশুচি খাদ্য গ্রহণ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ করা ক্ষতিকর। যা শরীর এবং আত্মার জন্য ক্ষয় সাধন করে। এগুলো ভোজনকারীরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে অযোগ্য এবং পবিত্র সেবা কার্য করতে অসমর্থ। MHBen 258.6