Go to full page →

উপকারিতা এবং নিয়মানুবর্তীতা MHBen 259

প্রতিজ্ঞাত দেশে বাস করার জন্য সঠিক অভ্যাস গঠন শুরু হয়েছিল প্রারে শিক্ষাদানের মাধ্যমে। লোকেরা নগরের মধ্যে ঘন বসতিতে বাস করতো না, কিন্তু প্রত্যেক পরিবারের জন্য নিজস্ব ভূমি ভাগ করে দেয়া হয়েছিল, যেন প্রত্যেকে জীবনের জন্য প্রকৃতি দত্ত আশীর্বাদ নিশ্চিত হয়। MHBen 259.1

কনানীয়দের ঘৃণ্য অস‪চরিত্রের অভ্যাস পরিত্যাগ করতে সদাপ্রভু ইস্রায়েল সন্তানদের বলেছিলেন:- ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 259.2

“আমি তোমাদের সম্মুখ হতে যে জাতিকে দূর করতে উদ্যত, তাহার আচারানুযায়ী আচরণ করিও না; কেননা তাহারা ঐ সকল ক্রিয়া করিত, এই জন্য আমি তাহাদিগকে ঘৃণা করিলাম।”(লেবীয় ২০:২৩)। “আর তুমি ঘৃণিত বস্তু আপন গৃহে আনিবে না, পাছে তাহার মত বর্জ্জিত হও; কিন্তু তাহা অতিশয় ঘৃণা করিবে, ও অতিশয় অবজ্ঞা করিবে, যেহেতু তা বর্জ্জনীয় বস্তু।”(দ্বি: বি: ৭:২৬)। MHBen 259.3

প্রতিদিনের জীবন যাপন সম্পর্কে ইস্রায়েল সন্তানদের পবিত্র আত্মা দ্বারা শিক্ষা প্রদান করা হয়েছিল:- MHBen 259.4

“তুমি কি জান না যে, তোমরা ঈশ্বরের মন্দির, এবং ঈশ্বরের আত্মা তোমাদের অনন্ত বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই।”(১করি: ৩:১৬-১৭)। MHBen 259.5