Go to full page →

২৬ - উত্তেজক পদার্থ ও মাদকদ্রব্য MHBen 301

“স্পর্শ কর না,
স্বাদগ্রহণ কর না,
নাড়াচাড়া কর না।”

উত্তেজক পদার্থ ও মাদকদ্রব্যের অন্তর্ভূক্ত বস্তুগুলো বড় বিচিত্র শ্রেণীতে বিভক্ত যা, মোটের ওপর খাদ্য অথবা পানীয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যা পাকস্থলীর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, রক্ত বিষাক্ত করে এবং স্নায়ুগুলোকে উত্তেজিত করে। এর ব্যবহার একটা ইতিবাচক ক্ষতিকারক। লোকেরা কিছু সময়ের জন্য প্রীতিকর ফলাফল পেতে উত্তেজনার জন্য মাদকদ্রব্যের প্রতি ধাবিত হয়। কিন্তু সেখানে সব সময়ই একটা প্রতিক্রিয়া থাকে। অপ্রাকৃতিক মাদকদ্রব্যের ব্যবহার সবসময় অতিরিক্ত মাদক গ্রহণের দিকে ধাবিত করে, আর শারীরিক অধঃপতন এবং বিনাশের জন্য এটা একটা সক্রিয় সহায়ক প্রতিনিধি। MHBen 301.1