Go to full page →

গুড়া মশলা MHBen 301

এই গতিময় যুগে, কম উত্তেজক খাদ্যই, অপেক্ষাকৃত ভাল। গুড়া মশলা বলতেই ক্ষতিকারক। সরিষা, গোলমরিচ, মসলা, আচার, এবং এই ধরনের অন্যান্য জিনিস, পাকস্থলিতে জ্বালাপোড়া করে এবং রক্তে জ্বরের লক্ষণ দেখা দেয়, রক্ত দূষিত করে। মদ্যপায়ীর পাকস্থলীর উত্তেজিত অবস্থা প্রায়ই কড়া মদের প্রতিক্রিয়ার চিত্র বর্ণনা করে। খাদ্যের স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহৃত মসলাগুলো একই ধরনের উত্তেজনাকারী এবং অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে। তড়িৎ প্রস্তুত সাধারণ খাবার ক্ষুধাকে তৃপ্ত করতে পারে না। শরীর-তন্ত্র অভাব অনুভব করে, উত্তেজক কিছুর জন্য ব্যাকুলভাবে কামনা করে। MHBen 301.2