Go to full page →

উগ্র পানীয় MHBen 305

“দ্রাক্ষারস নিন্দুক; সুরা কলহকারিণী; যে তাহাতে ভ্রান্ত হয়, সে জ্ঞানবান নয়।”(হিতোপদেশ ২০:১)। MHBen 305.3

“কে হায় হায় বলে? কে হাহাকার করে? কে বিবাদ করে? কে বিলাপ করে? কে অকারণ আঘাত পায়? কাহার চোখ লাল হয়? যাহারা দ্রাক্ষারসের নিকটে বহুকাল থাকে, যাহারা সুরার সন্ধানে যায়। দ্রাক্ষারসের প্রতি দৃষ্টিপাত করিও না, যদিও উহা পাত্রে চকমক করে, যদিও উহা সহজে গলায় নামিয়া যায়; অবশেষে উহা সাপের ন্যায় কামড়ায়, আর বিষধরের ন্যায় দংশন করে। তোমার চক্ষু পরকীয়া স্ত্রীদিগকে দেখিবে, তোমার চিত্ত কুটিল কথা কহিবে; তুমি তাহার তুল্য হইবে, যে সমুদ্রের মধ্যস্থলে শয়ন করে, যে মাস্তুলের উপর শয়ন করে। তুমি বলিবে, লোকে আমাকে মারিয়াছে, কিন্তু আমি ব্যথা পাই নাই; তাহারা আমাকে প্রহার করিয়াছে, কিন্তু আমি টের পাই নাই। আমি কখন জাগ্রত হইব? আবার তাহার অন্বেষণ করিব।”(হিতোপদেশ ২৩:২৯৩২)। MHBen 305.4

মানুষের হাত দ্বারা কোন দিন মত্ততাকারী পানীয়ের দাসত্বের শিকার এবং অধঃপতনের উজ্জ্বল চিত্র খুব বেশি একটা অঙ্কিত হয়নি। কৃতদাসে পরিণত হওয়া, অধঃপতিত হওয়া, এমন কি যখন তাকে তার দুঃখ কষ্ট সম্পর্কে সচেতন করে দেয়া হয়, তখনও সে তার মন্দ অভ্যাসের প্রলোভনকারী শক্তিকে ভেঙ্গে বেরিয়ে আসতে পারে না, তার শক্তি থাকে না; “আবার তাঁহার অন্বেষণ করিব।” (হিতোপদেশ ২৩:৩৫)। MHBen 306.1

মত্ততা সৃষ্টি করে এমন কোন বস্তুর মন্দ প্রভাব দেখাতে মদ্যপায়ী কোন ব্যক্তির সাথে বিতর্কে যাওয়ার কোন প্রয়োজন নেই। চোখের জলে দৃষ্টি ঝাপসানো, হতবুদ্ধি বিনাশী মনুষ্যত্ব, মানবাত্মা যাদের জন্য যীশু খ্রীষ্ট মরেছেন, এবং যাদের জন্য দূতগণ ক্রন্দন করেন। তারা আমাদের গর্বিত সভ্যতার কলঙ্ক। তারা প্রতিটি দেশের জন্য লজ্জা এবং অভিশাপ এবং ভয়ানক বিপদের কারণ। MHBen 306.2

আর কে মদ্যপায়ীর ঘরের দুর্দশাগ্রস্ততা, মর্মবেদনা, হতাশার চিত্র চিত্রিত করতে পারে? সেই স্ত্রীর কথা চিন্তাকর, যে সম্পূর্ণ স্নেহযত্নে, স্পর্শকাতর, সংস্কৃতি এবং পরিমার্জিত অবস্থায় লালিত পালিত হয়েছে, সে যখন এমন একজন লোকের সাথে আবদ্ধ হয় যে মদ্য পান করে ভিন্ন মানুষে রূপান্তরিত হয়, মদের ঘোরে আ‪ছন্ন থাকে, এবং নিষ্ঠুর হয় তখন স্ত্রীলোকটির কি অবস্থা হয়। সেই ছেলেমেয়েদের কথা চিন্তাকর, জোর করে যাদের ঘরের সুখ, শিক্ষা, এবং প্রশিক্ষণ সুবিধা কেড়ে নেয়া হয়েছে, তারা তারই সৃষ্টি ত্রাসের রাজ্যে বসবাস করছে যার হওয়া উচিত ছিল তাদের গর্ব ও নিরাপত্তার কারণ, তাদের আচমকা ধাক্কা দিয়ে জগতে প্রবেশ করিয়ে দেয়া হয়েছে, যারা লজ্জাজনক চিহ্ন বহন করছে, তারা প্রায়ই মদ্যপায়ীর তৃষ্ণার বংশানুক্রমিক অভিশাপের শিকার হয়।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 306.3

ভয়ানক দুর্ঘটনাগুলোর কথা চিন্তাকরুন যা প্রায় প্রতিদিনই মদ্যপানের প্রভাবে ঘটছে। রেলগাড়ি বিভাগের কিছু কিছু সরকারী কর্মচারী সংকেত অবহেলা করে, অথবা নির্দেশের ভুল ব্যাখ্যা করে। যখন রেলগাড়ি যায়; সেখানে সংঘর্ষ হয়, এবং অনেক লোক নিহত হয়। অথবা যখন একটা স্টীমার চড়ে আটকে যায়, আর তখন যাত্রীরা এবং জাহাজের নাবিকেরা একটা জলের সমাধী খুঁজে পায়। যখন ঘটনাটি তদন্ত করে দেখা হয়, তখন দেখা যায় যে কোন গুরুত্বপূর্ণ পদাধীন ব্যক্তির মদ্য পানের প্রভাবে ঘটনাটি ঘটেছে। কতটুকু পরিমাণ মদ একজন লোকে মদের নেশাকে তৃপ্ত করতে পারে এবং মানব জীবনের নিরাপত্তার জন্য সে আস্থা অর্জন করতে পারে? সে একমাত্র তখনই আস্থা অর্জন করতে পারে যখন সে সম্পূর্ণভাবে মদ থেকে বিরত থাকবে। MHBen 307.1