Go to full page →

মণ্ডলী বা গীর্জার দায়িত্ব MHBen 317

মদের প্রতি আসক্তি হল এই জগতের একটা শক্তি। এর একটা দিকে অর্থ, অভ্যাস, ক্সজব আকা‫খার যৌথ শক্তি রয়েছে। এমনকি এর শক্তি মণ্ডলীতেও পরিলক্ষিত হয়। যেসব লোকেরা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, অবৈধ মদ ব্যবসা করে টাকা বানিয়েছে, তারা মণ্ডলী বা গীর্জার সদস্য “ভাল অবস্থানে একজন নিয়মিত সক্রিয় সদস্য।”তাদের অনেকেই জনপ্রিয় বদান্যতার জন্য মুক্তহস্তে দান করে। তাদের দানসমূহ মণ্ডলীর পরিকল্পনা সমূহ সমর্থনের জন্য এবং ধর্ম প্রচারকদের সমর্থনের জন্যও হয়। তারা অর্থ শক্তিকেই বিশেষভাবে মূল্যায়ন করে। এই প্রকৃতির লোকদের প্রাধান্য দেবার মাধ্যমে কার্যত অবৈধ মদ্য ব্যবসাকে পুষে রাখছে। প্রায়ই দেখা যায় ধর্মপ্রচারকের (পুরোহিতের) ন্যায়ের পক্ষে দাঁড়াবার সাহস থাকে না। তিনি তার লোকদের মদ বিক্রেতা সম্পর্কে ঈশ্বর কি বলেছেন সেই সম্পর্কে কিছুই বলে না। সহজ ভাবে বললে কথাটির অর্থ দাঁড়ায়, গীর্জায় উপস্থিত লোকদের অপমান, তার জনপ্রিয়তা বিসর্জন, এবং অতপর তার বেতন হ্রাস। ‬ MHBen 317.2

কিন্তু মণ্ডলীর বিচার অপেক্ষা ঈশ্বরের বিচার ঊর্ধ্বে। তিনি, যিনি প্রথম নরহত্যাকারীর বিরুদ্ধে ঘোষণা করেছিলেন, “তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে,” (আদি পুস্তক ৪:১০) তিনি তাঁর বেদীতে মদ-বিক্রেতার কোন উপহার গ্রহণ করবেন না। যারা তাদের অপরাধ বদান্যতার আবরণে আবৃত করতে চেষ্টা করেন তাদের বিরুদ্ধে তাঁর (ঈশ্বরের) ক্রোধ প্রজ্জ্বলিত হয়ে ওঠে। তাদের অর্থ রক্ত দ্বারা কলঙ্কিত। এর ওপর একটা অভিশাপ রয়েছে। MHBen 317.3

“সদাপ্রভু বলিতেছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের হোমবলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই; বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। ...তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আ‪ছাদন করিব; যদ্যপি অনেক প্রার্থনা কর, তথাপি শুনিব না; তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ।”(যিশা ১:১১-১৫)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 318.1

মদ্যপায়ী অপেক্ষাকৃত ভাল পরিস্থিতির জন্য উপযোগী। যে সব প্রতিভা দিয়ে ঈশ্বরকে সম্মান করা হয় এবং যা দিয়ে পৃথিবী আশীর্বাদযুক্ত হতে পারে, সেসব তালন্ততাকে দেয়া হয়েছে, কিন্তু তার সঙ্গী বা সহকর্মীরা তার স্বার্থপরতার জন্য ফাঁদে শুয়ে আছে, এবং তার অপকৃষ্টতা দ্বারা তারা নিজেদেরকে গড়ে তুলছে। তারা বিলাসিতার মধ্যে বাস করে, অন্য দিকে দরিদ্র, অসহায় লোকেরা ক্ষতির শিকার হয়েছে যাদের সম্পত্তি তারা জোর করে বেআইনীভাবে হরণ করছে, আর তাই তারা দারিদ্র ও দুর্দশার মধ্যে বসবাস করছে। তবে এই কারণে ঈশ্বরের সেই লোকের দরকার হবে যার হাত মদ্যপায়ীকে দ্রুত ধ্বংস হতে উদ্ধার পেতে সাহায্য করে। তিনি, যিনি স্বর্গ শাসন করেন তিনি মদ্যপানাসক্তির প্রথম অথবা শেষ অবস্থার দৃশ্য ভুলে যাননি। যিনি চড়‬ই পাখির যত্ন নেন এবং ভূমির তু‪ছ ক্ষুদ্র তৃণকেও সুশোভিত করেন- তিনি তাদের পেছনে ফেলে চলে যাবেন না যাদের তিনি তাঁর নিজ প্রতিমূর্তিতে গড়েছেন, যাদের তিনি নিজ রক্ত দিয়ে ক্রয় করেছেন, তাদের কথায় মনোযোগ না দিয়ে তিনি চলে যাবেন না। ঈশ্বর এইসব মন্দতাকে চিহ্নিত করেন যা অপরাধ এবং দুঃখ কষ্টকে চিরস্থায়ী করে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 318.2

পৃথিবী এবং মণ্ডলীর হয়তো এই সব লোকদের প্রতি সম্মতি থাকতে পারে যারা মানব আত্মাকে অধঃপতিত করে প্রচুর সম্পদ অর্জন করেছে। তারা হয়তো তার প্রতি মৃদু হেসে তাদের প্রসন′তা প্রকাশ করতে পারেন যার কারণে লোকেরা ধাপে ধাপে লজ্জার ও অধঃপতনের পথে নীচে নেমে যা‪চ্ছে। কিন্তু ঈশ্বর এর সবই মনে রাখেন, এবং এর বিপরীতে ন্যায্য বিচার করেন। মদ বিক্রেতাকে হয়তো সমগ্র বিশ্বের লোকেরা একজন ভাল ব্যবসায়ী লোক বলে ধরে নিতে পারে; কিন্তু প্রভু বলেন, “ধিক তাকে।”তাকে মদ বিক্রির অবৈধ ব্যবসার মাধ্যমে নিখিল বিশ্বের হতাশা, দুর্ভোগ, দুঃখকষ্ট আনার জন্য অভিযুক্ত করা হবে। মা এবং সন্তানদের অভাব ও দুঃখ দুর্দশার জন্য জবাবদিহি হতে হবে যে খাদ্য এবং পোশাক এবং বাসস্থানের জন্য তাদের কষ্ট সহ্য করতে বাধ্য করেছে এবং যে তাদের সমস্ত আশা ও আনন্দ সমাধিস্থ করেছে। যে সব মানব আত্মাকে সে অনন্তধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। এবং তাদেরও জবাবদিহি করতে হবে যারা এখনও তাদের মদ বিক্রির কাজে বহাল রয়েছে এবং তার অপরাধ ভাগ করে দি‪চ্ছে। তাদের ঈশ্বর বলেন, “তোমাদের হাত রক্তে পূর্ণ।” MHBen 318.3