Go to full page →

লাইসেন্স আইন MHBen 319

অনেকেই অবৈধ মদ ব্যবসার যে মন্দ প্রভাব রয়েছে তার ঝুঁকি কমাতে সীমিত আকারে অনুমতিদানের পক্ষে সম্মতি দেয়। কিন্তু ব্যবসার অনুমতি দান ব্যাপারটি আইনের আশ্রয়ে সংরক্ষিত। MHBen 319.1

সরকার এর অস্তিত্বের অনুমতি দেয়, এবং এইভাবে মন্দকে লালিত করে যা দৃশ্যতঃ একে প্রতিরোধ করা বলে মনে হয়। আইনী নিরাপত্তার অধীনে, ভাঁটি খানা (যেখানে শস্যদানা গাঁজিয়ে মদ ক্সতরী করা হয়), হুইস্কি (মদ) তৈরীর কারখানা এবং আঙ্গুরের রস থেকে মদ তৈরীর কারখানা সারা দেশে ছড়িয়ে পড়ে, এবং মদ বিক্রেতা আমাদের ঘরের প্রতিটি দরজার পাশে তার কাজ স্তূপ আকারে সাজিয়ে রাখে। MHBen 319.2

প্রায়ই তাকে বারণ করা হয় বিশেষ করে যে মদ পান করে অথবা যে সুনির্দিষ্টভাবে মদ্যপায়ী বলে পরিচিত তার কাছে মদ বিক্রি করতে, কিন্তু যুবক-যুবতীদের মদ্যপায়ী হিসেবে গড়ে তোলার কাজ নিয়মিতভাবে এগিয়ে চলে। যুব সমাজকে মদের প্রতি আকাংখিত করে তোলার ওপরে মদ ব্যবসায়ীদের জীবন নির্ভর করে। যুব সমাজকে ধাপে ধাপে, পরিচালিত করা হয়, যতক্ষণ না মদপান অভ্যাস প্রতিষ্ঠিত হয়, এবং যতক্ষণ এমন তৃষ্ণার সৃষ্টি হয় যে তা নিবারণ করার জন্য যে কোন মূল্য দিতে প্রস্তুত হয়। ভয়াবহ এই আকর্ষণের টানে আমাদের যুব সমাজকে প্রবাহিত হতে দেয়া অপেক্ষা যারা মদ্যপানে বদ্ধপরিকর, যাদের ধ্বংস, বিশেষ করে, ইতোমধ্যে নিরূপিত হয়ে গেছে তাদের মদ্যপান করতে দেয়া অপেক্ষাকৃত কম ক্ষতিকর হবে। MHBen 319.3

মদ ব্যবসায়ে অনুমতি বা ছাড়পত্র দানের মাধ্যমে যারা এর বিরুদ্ধে সংস্কার আনার চেষ্টা করেছে তাদের সামনে অনবরত একটা প্রলোভন রাখা হয়েছে। অমিতাচারী ব্যক্তিদের তাদের তীব্র জৈব ক্ষুধা বা নেশার বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করতে কিছু প্রতিষ্ঠান ক্সতরী হয়েছে। এটা একটা মহৎ কাজ; তবে যতক্ষণ পর্যন্ত আইনের দ্বারা মদ, বিক্রির অনুমোদন থাকবে ততক্ষণ পর্যন্তঅমিতাচারী ব্যক্তি মাতাল আশ্রয়কেন্দ্র থেকে খুব সামান্য সুবিধা নিতে পারবে। তারা সব সময় সেখানে অবস্থান করতে পারে না। তাদের অবশ্যই সমাজে নিজ নিজ বাসস্থানে ফিরে যেতে হয়। উগ্র পানীয়ের প্রতি আসক্তি, দমনের মাধ্যমে, পুরোপুরি ধ্বংস হয় না; এবং যখন প্রলোভন তাদের প্রবলভাবে আক্রমণ করে, যেমন প্রত্যেককে করে থাকে, ফলে তারাও প্রায়ই খুব সহজ শিকারে পতিত হয়। MHBen 320.1

যে লোকের একটা দুষ্ট পশু আছে, এবং এর স্বভাব জানা সত্বেও যে তাকে ছেড়ে দেয়, দেশের আইন যদি এর সমস্ত মন্দতার দায়দায়িত্ব বহন করে তাহলে পশুটি হয়তো তার মন্দ কাজ করেই যাবে। ইস্রায়েল জাতির কাছে প্রভুর দেয়া আইন অনুযায়ী নির্দেশ দেয়া হয়েছে যে, যখন কোন দুষ্ট পশু কোন মানুষের মৃত্যুর কারণ হয়, পশুর মালিককেও তার অসতর্কতা অথবা বিদ্বেষপূর্ণ কাজের জন্য মূল্যস্বরূপ তার নিজের জীবন দেবে। একই নীতিতে মদ বিক্রেতাকে সরকার যে ছাড়পত্র দেন এই অ‣বধ ব্যবসার পরিণতির সব দায়দায়িত্ব তাকেই বহন করতে হবে। একটা দুষ্ট পশুকে ছেড়ে দেয়া যদি মৃত্যুজনক কাজ বলে বিবেচিত হয়, তাহলে মদ বিক্রির কাজে অনুমোদন দান কাজটি কত বড়ই না অপরাধের কাজ! MHBen 320.2

ছাড়পত্রগুলো এই অজুহাত স্বীকার করে নেয় যে তারা সরকারী কোষাগারে রাজস্ব আনে। কিন্তু এই রাজস্বের তুলনায় অপরাধীরা, উন্মাদেরা, ভিখারীরা যে বিপুল খরচের বোঝা নিজেদের ওপর ডেকে আনে যা এই অবৈধ মদ ব্যবসায়ের পরিণাম সেই তুলনায় এই রাজস্ব কতটুকুই বা উপকারে আসে! মদের প্রভাবে থেকে একজন মানুষ অপরাধ করে থাকে; তাকে আদালতে নেয়া হয়; এবং সে উপলব্ধি করে মদ ব্যবসায়ীরা তাদের নিজের কাজের পরিণাম ভোগ করতে তাকে বাধ্য করেছে। তারা আকর্ষণকারী বস্তু বিক্রি করতে ক্ষমতাপ্রাপ্ত হয় যা একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোককে পাগল করে তুলতে পারে; এখন তাদের প্রয়োজন সেই লোককে জেলে পাঠানো অথবা ফাঁসিকাষ্ঠে ঝুলানো, যার কারণে প্রায়ই তাদের স্ত্রী এবং ছেলেমেয়েরা দুর্গত অবস্থায় জীবন যাপন করে, যার কারণে তারা তাদের সমাজের বোঝা হয়ে দাঁড়ায়। MHBen 320.3

ব্যাপারটার শুধুমাত্র অর্থনৈতিক চেহারার কথাই বিবেচনা করা যাক, এই ধরনের ব্যবসায়ের অনুমোদন কতই না নির্বুদ্ধিতার কাজ! তবে মানুষের ক্ষতির জন্য, মানবের মাঝে ঈশ্বরের প্রতি‪ছবি প্রতিরোধ এবং অবক্ষয়ের জন্য, ছেলেমেয়েদের ধ্বংসের জন্য, তাদের কপর্দকশূন্য অবস্থা এবং অধঃপতনের জন্য, মদ্যপায়ী পিতাদের মধ্য দিয়ে তাদের ছেলেমেয়েদের মধ্যে মন্দ বাসনাকে চিরস্থায়ী করার জন্য ক্ষতিপূরণ হিসেবে রাজস্ব কি করতে পারে? MHBen 321.1