Go to full page →

প্রকৃতিতে ঈশ্বরের প্রকাশ MHBen 387

“তাঁহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাঁহার অনন্তপরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাঁহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে।”(রোমীয় ১:২০, A.R.V)। MHBen 387.2

বর্তমানে আমরা প্রকৃতির মধ্যে যা দেখতে পাই তা আমাদেরকে এদনের মহিমা সম্পর্কে একটা ক্ষীণ ধারণা দান করে। পাপ দ্বারা পৃথিবীর সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে; সকল বস্তুর ওপরেই পাপের কর্মের ছাব দেখতে পাওয়া যায়। তথাপি অনেক কিছুই অবশিষ্ট রয়েছে যা সুন্দর। প্রকৃতি স্বাক্ষ্য দেয় যে একজন যিনি ক্ষমতায় অসীম, উত্তমতায়, দয়ায়, এবং প্রেমে মহান, যিনি পৃথিবী সৃষ্টি করে তা প্রাণবন্ত এবং মনোরম করেছেন। এমনকি, ক্ষয়প্রাপ্ত অবস্থাতেও সকল বস্তু সেই মহান শ্রেষ্ঠ শিল্পীকে প্রকাশ করে। যখনই আমরা ফিরে তাকাই, ঈশ্বরের স্বর শুনিতে পাই এবং তাঁর উত্তমতার প্রমাণ দেখতে পাই। MHBen 387.3

গুরু-গম্ভীর বজ্রধ্বনি এবং সমুদ্রের অবিরাম গর্জন হতে শুরু করে সেই আনন্দময় সঙ্গীত যা বনাঞ্চলকে সূর-লহরীপূর্ণ করে, প্রকৃতির দশ সহস্র কণ্ঠ তাঁর প্রশংসা ব্যক্ত করে। পৃথিবীতে, এবং সমুদ্রে, এবং আকাশের সাথে ওটার বিষ্ময়কর আভা ও বর্ণের আড়ম্বরপূর্ণ ক্সবসাদৃশ্যের ক্সবচিত্রে কিংবা ঐকতানে মহিমা আমরা দর্শন করি। সুউ‪চ পর্ব্বতমালা আমাদেরকে তাঁর ক্ষমতা সম্বন্ধে বলে। বৃক্ষরাজি যা সূর্যালোকে তাদের হরিৎবর্ণ নিশান ঢেউ খেলায়। আর পুষ্পরাজী তাদের কমনীয় সৌন্দর্যে তাদের স্রষ্টাকে নির্দেশ করে। পিঙ্গলবর্ণ ভূ-পৃষ্ঠকে যে জীবন্ত সবুজ বর্ণ গালিচায় আ‪ছাদন করে তা ঈশ্বরের সৃষ্ট ক্ষুদ্রতম জীবের প্রতি তাঁর যত্নের কথা বলে। সমুদ্রের গহ্বরসমূহ এবং ভূ-গর্ভ তাঁর সঞ্চিত সম্পদ ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ প্রকাশ করে। যিনি সমুদ্র মধ্যে মুক্তা-মানিক এবং প্রস্তর মধ্যে নীলকান্তমনি ও গোমেদ স্থাপন করেছেন, তিনি একজন সৌন্দর্য প্রেমিক। আকাশে উদিত সূর্য তাঁরই প্রতিনিধিত্ব করে যিনি তাঁর সকল সৃষ্টির জীবন এবং জ্যোতি। যে সকল উজ্জ্বলতা এবং সৌন্দর্য পৃথিবীকে অলংকৃত করে এবং আকাশমণ্ডলকে আলোকিত করে ওরা ঈশ্বরের বিষয়ে বিবৃতি দেয়। MHBen 387.4

“আকাশমণ্ডলতাঁহার প্রভায় সমা‪চ্ছন্ন।”(হবক্কূক ৩:৩)।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 388.1

“পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ।” (গীত ১০৪:২৪)। MHBen 388.2

“দিবস দিবসের কাছে বাক্য উ‪চ্চারণ করে।
‬‬‬‬ রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে।
বাক্য নেই, ভাষাও নেই, তাহাদের রব শুনা যায় না।
তাহাদের মানরজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত,
তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যাপ্ত।” MHBen 388.3

(গীত ১৯:২-৪)।

সকল বস্তু তাঁর কোমল পিতৃসুলভ যত্নের কথা এবং তাঁর সন্তানদের সুখী করবার জন্য তাঁর বাসনার কথা ব্যক্ত করে। MHBen 388.4