যে বৃহৎ শক্তিটা সমস্ত প্রকৃতির মাধ্যমে কার্য করেন এবং সকল বস্তু সচল রাখেন তা নিছক একটা পরিব্যাপক নীতিমালা কিম্বা কর্মপ্রেরণাদায়ক শক্তি না। ঈশ্বর একটা আত্মা; তথাপি তিনি একজন ব্যক্তিগত অস্তিত্ব; কারণ তিনি তেমনই নিজেকে প্রকাশ করেছেন: MHBen 388.5
“কিন্তু সদাপ্রভু সত্য ঈশ্বর;
তিনিই জীবন্ত ঈশ্বর, ও অনন্তকাল স্থায়ী রাজা;...
যে দেবগণ আকাশমণ্ডলও ভূমণ্ডল গঠন করে নাই,
তাহারা ভূমণ্ডল হইতে ও আকাশমণ্ডলের অধঃ
হইতে উচ্ছিন্ন হইবে।” MHBen 388.6
“যিনি যাকোবের অধিকার, তিনি সেইরূপ নহেন;
কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী।
এবং তিনি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছেন,
নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছেন,
নিজ বুদ্ধিতে আকাশমণ্ডলবিস্তার করিয়াছেন।” MHBen 389.1
(যিরমিয় ১০:১০, ১১, ১৬, ১২)।