Go to full page →

ঈশ্বরের শক্তির প্রয়োজন MHBen 109

ঈশ্বরের শক্তি ছাড়া কোন সঠিক সংস্কার সাধন সম্ভব হতে পারে না। প্রকৃতিগত ও অভ্যাসকৃত মন্দ প্রবণতার বিপক্ষে মানবিক আত্মরক্ষামূলক প্রতিবন্ধকতা আর কিছুই নয় বরং খরস্রোতা নদীতে বালির বাঁধ স্বরূপ। আমাদের জীবনে যতক্ষণ যীশুর জীবন প্রাণ সঞ্চালন শক্তিরূপে পরিগণিত না হয়, ততক্ষণ আমাদের ভেতর ও বাইর থেকে যেমন প্রলোভন আক্রমণ করে তা আমাদের পক্ষে প্রতিহত করা সম্ভব না। MHBen 109.4

যীশু এ পৃথিবীতে এসে ঈশ্বরের নিয়মানুসারে জীবন-যাপন করেছেন যেন প্রকৃতিগত মন্দ প্রবণতা যা আত্মাকে কলুষিত করে তার ওপর মানুষ পূর্ণ আধিপত্য বিস্তার করতে পারে। দেহ এবং আত্মার চিকিৎসক-তিনি যুদ্ধরত কু-অভিলাষ সমূহের ওপরে বিজয় দান করবেন। তিনি সর্বপ্রকার সুযোগ সুবিধা যোগান দিয়েছেন যেন মানুষ চরিত্রের পূর্ণতার অধিকারী হতে পারে। MHBen 110.1

যখন কোন ব্যক্তি যীশুর কাছে আত্মসমর্পণ করে, তখন তার মন আইনের নিয়ন্ত্রণাধীনে আসে, কিন্তু এটা রাজকীয় আইন যা পাপে বন্দি প্রত্যেকের কাছে স্বাধীনতা ঘোষণা করে। যীশুর সাথে এক হয়ে মানুষ মুক্ত হয়। যীশু ই‪ছার অধীন হওয়ার অর্থ মানুষের পূর্ণতায় প্রত্যাবর্তন করা। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 110.2

ঈশ্বরের আজ্ঞাবহতাই হ‪চ্ছে পাপের গোলামী থেকে মুক্তি লাভ, মানসিক আবেগ, রাগ, ক্রোধ ও উত্তেজনা থেকে পরিত্রাণ লাভ। মানুষ যেন আপনার ওপরে বিজয়ী হতে, নিজস্ব অভিলাষের ওপর “এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয়স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল-যুদ্ধ হইতেছে।”(ইফিষীয় ৬:১২) বিজয়ী হতে পারে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 110.3