Go to full page →

গৃহে শিক্ষাদান MHBen 110

ঘরে ছাড়া অন্য কোথাও আর এরূপ প্রশিক্ষণের অধিকার প্রয়োজন নেই, এবং গৃহে ছাড়া এর থেকে উত্তমতর ফলদায়ক আর অন্য কোথায় হবে না। পিতা-মাতাকেই সজাগ ও চরিত্রের গোড়া পত্তন করতে হবে। ঈশ্বরের আইনের মূলনীতিসমূহ তাদের কাছে উপস্থাপনের মাধ্যমে সংস্কার সাধনের আন্দোলন শুরু করতে হবে কেননা তা দৈহিক ও স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলবে। তাদেরকে দেখাতে হবে যে ঈশ্বরের বাক্যের মাধ্যমেই মন্দতা থেকে রক্ষা পাবার একমাত্র উপায়। মন্দতা পৃথিবীকে বিনাশের দিকে দ্রুতবেগে তাড়িয়ে নিয়ে যা‪চ্ছে। এটাকে পরিষ্কার করা দরকার যে পিতা-মাতার দায়িত্ব কেবল নিজেদের ওপরেই না বরং তাদের সন্তানদের জন্যও বটে। তারা সন্তানদের কাছে হয় নিয়ম‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ পালনের নতুবা নিয়ম লঙ্ঘনের আদর্শ স্থাপন করছেন। তাদের আদর্শ ও শিক্ষা দ্বারা গোটা পরিবারের ভাগ্য নির্ণয় করা হবে। পিতা-মাতা তাদের সন্তানদের যা বানাবেন তারা তাই হবে। MHBen 110.4

পিতা-মাতাকে যদি তাদের কর্মকান্ডের ফলাফলের প্রামাণিক মিত্রের দিকে পরিচালিত করা যেত এবং যদি তারা দেখতে পেতেন যে কিভাবে তাদের আদর্শ ও শিক্ষা দ্বারা হয় পাপের কিম্বা পবিত্র শক্তিকে দীর্ঘস্থায়ী এবং বৃদ্ধি করছেন তাহলে নিশ্চয়ই কোন না কোন পরিবর্তন সাধিত হত। অনেকেই কুসংস্কার ও পরম্পরাগত রীতিনীতি ত্যাগ করে ঈশ্বরের জীবনের মূলনীতি সমূহ গ্রহণ করত। MHBen 111.1