Go to full page →

চিকিৎসক ও মিতাচার কাজ MHBen 112

অনেকেই চিকিৎসকের সংস্পর্শে আসে যারা তামাক কিম্বা মদ জাতীয় পানীয় ব্যবহার করে তাদের দেহ ও মনকে ধ্বংস করে দি‪চ্ছে। চিকিৎসক যিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন ও বিশ্বস্ত তবে অবশ্যই এই রোগিদের ভোগান্তির সঠিক কারণ দেখিয়ে দিতে হবে। কিন্তু সেই চিকিৎসক নিজেই যদি তামাক কিম্বা মদ্য পানে অভ্যস্ত হন, তবে তার বাক্যের কিইবা মূল্য হতে পারে? তার সাক্ষাতে নিজ অসংযমতা সম্পর্কিত তার অসচেতনতা প্রযুক্ত চিকিৎসক তার রোগীর জীবনের মহামারীর দাসত্বটা দেখিয়ে দিতে কি ইতস্ততা করবেন না? নিজেই‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ যখন এই সব দ্রব্য ব্যবহার করেন; তখন কিভাবে তিনি যুবকযুবতিদেরকে এই সব দ্রব্যের ক্ষতিকারক ফলাফল সম্পর্কে বিশ্বাস করাবেন? MHBen 112.3

কিভাবে একজন চিকিৎসক সমাজে নির্ভেজাল ও আত্ম-সংযমীর আদর্শ হিসেবে খ্যাত হবেন, কিভাবে একজন সফল মিতাচার কর্মী হবেন, যখন তিনি নিজেই এক মন্দ অভ্যাসে আসক্ত? তিনি কিভাবে একজন রুগ্ন ও মুমুর্ষু রোগীর শয্যা পাশে গ্রহণযোগ্যভাবে সেবা করতে পারবেন যখন তার নিজের শ্বাস-প্রশ্বাসই ক্ষতিসাধক, মাদক দ্রব্য কিম্বা তামাকের দুর্গন্ধে ভারী? MHBen 113.1

বিষাক্ত মাদক ব্যবহার করে স্নায়ুকে অকেজো এবং মস্তিষ্ককে অসার করে দিলে কি প্রকারে একজন দক্ষ চিকিৎসকরূপে তার ওপরে অর্পিত দায়িত্ব পালনে বিশ্বস্ত হতে পারেন? তার পক্ষে দ্রুত রোগের প্রভেদ নির্ণয় কিম্বা নির্ভুলভাবে কাজ সম্পন্ন করা কতই না অসম্ভব ব্যাপার! যে নিয়ম দ্বারা তার নিজের দেহ-মন নিয়ন্ত্রিত হয়, তিনি যদি তা পালন না করেন, যদি তিনি দেহ ও মনের সুস্থতার পরিবর্তে স্বার্থপর বাসনা চরিতার্থ করে আত্মতৃপ্তি মনোনয়ন করেন, তাহলে এর দ্বারা কি তিনি আপনার বিষয়ে এই ঘোষণা করেন না যে মানুষের জীবন রক্ষার্থে যে দায়িত্ব তার ওপরে অর্পিত হয়েছে তা পালনে তিনি অনুপযুক্ত? MHBen 113.2