Go to full page →

লোকদের কাছে পৌছাতে যীশুর কর্মপদ্ধতি MHBen 121

একমাত্র যীশুর কর্মপদ্ধতিই লোকদের কাছে পৌছাতে বাস্তব কৃতকার্যতা এনে দেবে। পরিত্রাণকর্তা মানুষের সাথে এমনভাবে মিশতেন যেন তিনি তাদের মঙ্গল কামনা করছেন। তিনি তাদের জন্য তাঁর সহমর্মীতা দেখাতেন, তাদের চাহিদা মিটাতেন, এবং এইভাবে তাদের আস্থা অর্জন করতেন। এরপর তিনি তাদেরকে আহবান করতেন, “আমাকে অনুসরণ কর।” MHBen 121.3

ব্যক্তিগত প্রচেষ্টায় লোকদের কাছে আসার প্রয়োজন রয়েছে। বক্তৃতা দানে যদি কম সময় ব্যয় করা হয় এবং ব্যক্তিগত সেবা কাজে যদি বেশী সময় ব্যয় করা হয়, তবে অধিকতর ফল পাওয়া যাবে। দীনদরিদ্রদের প্রয়োজন মেটাতে হবে, অসুস্থদের চিকিৎসা সেবা দিতে হবে, দুঃখার্ত ও আত্মীয় স্বজন হারাদের সান্ত্বনা দিতে হবে, অজ্ঞদের শেখাতে হবে, এবং অভিজ্ঞদের পরামর্শদান করতে হবে। যারা কাঁদে তাদের সাথে কাঁদতে হবে, যারা আনন্দ করে তাদের সাথে আনন্দ করতে হবে। রাজী করাতে সক্ষম এমন ক্ষমতার সাথে, প্রার্থনার ক্ষমতা, ঈশ্বরের ক্ষমতা একসাথে কাজ করলে তা কখনো ফলবিহীন হবে না। MHBen 122.1

আমাদের সবসময় মনে রাখতে হবে যে চিকিৎসক মিশনারী কাজের উদ্দেশ্য হবে পাপ পীড়ায় জর্জরিত নর ও নারীদেরকে কালভেরীর ক্রুশোপরের ব্যক্তির প্রতি দৃষ্টি নিবদ্ধ করানো যিনি পৃথিবীর পাপের বোঝা বয়ে নিয়ে যান। তাঁকে দেখে তারা পরিবর্তিত হয়ে তাঁর মত হবে। অসুস্থ ও দুর্দশাগ্রস্তদেরকে যীশুর প্রতি দৃষ্টিপাত করতে এবং বাঁচতে উৎসাহিত করতে হবে। কর্মচারীদের তাদের সামনে সর্বদা মহান চিকিৎসক মশীহ্কে রাখতে হবে। যারা দেহ ও আত্মার পীড়ায় নিরুৎসাহিত হয়ে পড়েছে তাদের তাঁর প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন যিনি দৈহিক ও আত্মিক রোগও ভাল করতে পারেন। তাদের কাছে তাঁর কথা বলুন যিনি তাদের দুর্বলতা অনুভব করে সহানুভূতিশীল হন। তাদেরকে উৎসাহিত করুন যেন তারা নিজেদেরকে তার তত্ত্বাবধানের অধীনে সমর্পিত হয় যিনি তাঁর প্রাণ দিয়ে তাদের জন্য অনন্তজীবন সম্ভবপর করেছেন। তাঁর প্রেম সম্পর্কে তাদেরকে বলুন; তাঁর জীবনদানকারী ক্ষমতার বিষয় বলুন। MHBen 122.2

চিকিৎসক মিশনারীদের কাছে এটাই মহামূল্যবান সুযোগ ও সর্বো‪চ দায়িত্ব। আর ব্যক্তিগত পরিচর্যা প্রায়শঃই এর উপায় করে দেয়। শারীরিক অসুস্থতা নিরাময়ে আমাদের প্রচেষ্টার মাধ্যমে ঈশ্বর প্রায়ই তাদের অন্তর স্পর্শ করে থাকেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 122.3

চিকিৎসা মিশনারী কাজই সুসংবাদ প্রচারের পথিকৃৎ বা পথ প্রদর্শক। বাক্যের পরিচর্যা ও চিকিৎসা সেবা কার্যের মাধ্যমে সুসংবাদ প্রচার ও অনুশীলন করতে হবে। MHBen 122.4