Go to full page →

স্বাস্থ্য নীতি শিক্ষা দান MHBen 124

সুসমাচার কর্মীদের স্বাস্থ্য সম্মত জীবন যাপনের নীতিসমূহ শিক্ষা দানের যোগ্যতা থাকা আবশ্যক। সর্বত্র রোগ লেগেই আছে, আর তার অধিকাংশই প্রতিরোধ করা যায়। যদি স্বাস্থ্যের নিয়মের প্রতি নজর দেয়া হয় তবে লোকদেরকে দেখাতে হবে যে, তাদের বর্তমান ও অনন্তজীবনের ভালর জন্যই তাদের স্বাস্থ্যনীতি সমূহ মেনে নেয়া ও চলা উচিত। স্রষ্টার সৃষ্ট তাদের মানবিক অভ্যাসগুলোকে তাঁর বাসস্থানরূপে উপযোগী রাখতে তাদের দায়িত্বকে সচেতন করতে হবে, এবং তিনি প্রত্যাশা করেন যে তারা তার ওপরে বিশ্বস্ত তত্ত্বাবধায়ক হবে। তাদেরকে পবিত্র শাস্ত্রের বাক্য উপস্থাপিত সত্য দ্বারা প্রভাবিত করতে হবে। MHBen 124.1

“আমরাই ত জীবন্ত ঈশ্বরের মন্দির।”যেমন- ঈশ্বর বলেছেন, “আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।”(২ করিন্থীয় ৬:১৬)। MHBen 124.2

হাজার হাজার লোকের সাধারণ রোগ চিকিৎসা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ প্রয়োজন, যে পদ্ধতি বিষাক্ত মাদক দ্রব্য কিম্বা ওষুধের পরিবর্তে ব্যবহৃত হতে পারে। এবং তা সুখী মনে লোকেরা গ্রহণও করবে। খাদ্যাভাসে সংস্কার সাধনের নিমিত্ত প্রশিক্ষণের ব্যাপক প্রয়োজন রয়েছে। খাদ্য অভ্যাসে ত্রুটি এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ অসংযম ও অপরাধ এবং দৈন্যদশার জন্য কোন অংশে কম দায়ী নয় যার কারণে পৃথিবী অভিশপ্ত হ‪চ্ছে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 124.3

স্বাস্থ্যনীতি শিক্ষা দান কালে সংস্কারের মহৎ উদ্দেশ্য তাদের মনের মাঝে রাখবেন যেন দেহ, মন ও আত্মার সর্বাধিক উন্নয়ন সাধনের উদ্দেশ্য সফল হয়। তাদেরকে দেখান যে, প্রকৃতির নিয়মই ঈশ্বরের নিয়ম আমাদের ভালর জন্যই তা নিরূপণ করা হয়েছে। এই সকল নিয়ম মেনে চললে আমাদের এই জীবনের সুখ লাভ করা যায় এবং আগামী জীবনের জন্য ও প্রস্তুতি গ্রহণ করতে সহায়ক হবে। MHBen 124.4

লোকদেরকে প্রকৃতির কাজের মাঝে প্রকাশিত ঈশ্বরের প্রেম ও প্রজ্ঞা ও বিচক্ষণতার বিষয়ে অধ্যয়ন করতে পরিচালনা দান করুন। বিষ্ময়কর প্রাণীজগত, মানবের গঠন পদ্ধতি এবং যে নিয়ম এসব কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা দান করে সে সকল বিষয়ে অধ্যয়ন করতে তাদেরকে পরিচালিত করুন। যারা ঈশ্বরের প্রেমের প্রমাণ উপলব্ধি করে, যারা প্রজ্ঞা বিজ্ঞতা ও তাঁর নিয়মের উপকারিতা এবং তা পালন করার ফল অনুধাবন করে, তারা সম্পূর্ণ এক ভিন্ন দৃষ্টিকোন থেকে তাদের দায়িত্ব ও আনুগত্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। স্বাস্থ্যের নিয়ম মেনে চলাকে ত্যাগ স্বীকার কিম্বা আত্ম-বিসর্জন রূপে না দেখে বরং তারা তাকে বাস্তব ও অভাবনীয় আশীর্বাদ বলে মনে করবে। MHBen 125.1

প্রত্যেক সুসমাচারের কর্মীকে উপলব্ধি করতে হবে যে, স্বাস্থ্য সম্মত জীবন যাপনের নীতিসমূহ প্রশিক্ষণ দান তাদের নিরূপিত কাজেরই একটা অংশ। এই কাজের বিশাল চাহিদা আছে এবং পৃথিবী এর জন্য উন্মুক্ত রয়েছে। MHBen 125.2