Go to full page →

শহুরে বস্তিসমূহ MHBen 170

বড় বড় শহরগুলোর বহু লোকজনেরা বোবা পশুদের চেয়েও কম যত্ন ও সুযোগ-সুবিধা পা‪চ্ছে। সে সব লোকদের কথা চিন্তাকরুন যারা শোচনীয় সস্তা বাসাবাড়ীর মধ্যে গাদাগাদি, ঠাসাঠাসির মধ্যে বসবাস করছে, তার অনেকগুলোই অন্ধকার ও স্যাঁতসেঁতে কোঠা। এসব ঝুপড়ির মধ্যে জন্মগ্রহণ করে এবং বড় হয় এবং মৃত্যুবরণ করে। তারা প্রকৃতির সৌন্দর্য বলতে কিছুই দেখতে পায় না, যা শ্রষ্টার আনন্দানুভূতি দান এবং আত্মাকে উ‪চ্চে তুলে ধরার জন্য সৃষ্টি করেছেন। জীর্ণবস্ত্র পরিহিত এবং আধাপেটা, অবস্থায় তারা মহা অপরাধ এবং বঞ্চনা, দুর্ভাগ্য এবং পাপের মধ্যে গঠিত, শ্রদ্ধাভক্তিহীন ভাষার মধ্যে ঈশ্বরের নাম শুনে থাকে। বাজে কথা, অভিশাপ, এবং কুৎসা, গালাগালিতে তাদের কান পরিপূর্ণ। তীব্র সুরা ও তামাকের ধূয়া, পীড়াদায়ক দুর্গন্ধ, ক্সনতিক অধঃপতন, তাদের অনুভূতিকে বিকৃত করে দেয়। এরূপে ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ অসংখ্য লোক প্রশিক্ষণ প্রাপ্ত অপরাধী, প্রতিপক্ষ, যারা তাদেরকে দুঃখকষ্ট এবং অধঃপতনের কাছে সমর্পণ করেছে। MHBen 170.3

শহরের ঝুপড়িপট্টির সকলেই এই শ্রেণীর লোক নয়। ঈশ্বর ভয়শীল নর-নারীগণ, দুর্ভাগ্যের পীড়া দ্বারা দারিদ্রের গভীরতার নিকটে আনীত হয়েছে, প্রায়ই তারা অসৎ লোকদের শিকারের মধ্যে বেঁচে থাকে। যারা ধার্মিক এবং সৎপথগামী, তাদের অনেকেই শিল্প প্রশিক্ষণের অভাবে দারিদ্রবরণ করে। মুর্খতার মাধ্যমে তারা জীবনের সমস্যাবলীর সঙ্গে সংগ্রাম করতে অপারগ। শহরের মধ্যে গিয়ে তারা প্রায়ই চাকরি খুঁজে পায় না। লাম্পট্যের দৃশ্য এবং ধর্ষণ দ্বারা পরিবেষ্টিত হয়ে তারা ভয়ানক প্রলোভনের শিকার হয়। পশুপালন এবং প্রায়ই লাম্পট্য এবং অপমানের শ্রেণীভুক্ত হয়, এটা কেবলমাত্র একটা অতিমানবিক সংগ্রাম, একটা সসীম শক্তি দ্বারা, যা তারা কেবল মাত্র একই গভীরতায় নিমগ্ন হওন থেকে সংরক্ষিত হতে পারে। অনেকে তাদের মর্যাদা ধরে রাখতে পারে, পাপে লিপ্ত না হয়ে বরং দুঃখভোগ মনোনয়নের দ্বারা। এই শ্রেণীর লোকেরা বিশেষ করে সাহায্য, সহানুভূতি এবং উৎসাহ দাবি করে থাকে। MHBen 171.1