Go to full page →

গ্রামের মধ্যে বসতবাটী MHBen 171

যে সব দরিদ্র লোকেরা এখন শহর বন্দরে বসবাস করছে, তারা যদি গ্রামে বাসস্থান করে নিতে পারত, তাহলে তারা কেবলমাত্র জীবিকা অর্জনের একটা পথই করতে পারত না, কিন্তু তারা স্বাস্থ্য, এবং সুখ খুঁজে পেত যা তাদের কাছে এখন অজানা। কঠিন শ্রম, অল্প মজুরী, সংকীর্ণ অর্থনীতি, প্রায়ই অভাব এবং অনাহার, এই-ই তাদের ভাগ্য। কিন্তু নগর পরিত্যাগ করা যে তাদের কাছে কি আশীর্বাদ স্বরূপ হত, যেখানে নীরবতা এবং শান্তি এবং পবিত্রতার পরিবর্তে শহরে রয়েছে মন্দতা, হট্টগোল, জঘন্য অপরাধ, দুঃখকষ্ট এবং অশ্লীলতার প্রলোভনে ভরপুর। MHBen 171.2

শহরে বসবাসকারী অনেকের ভাগ্যে তৃণা‪ছাদিত ছোট্ট একখন্ড ভূমিও নেই যেখানে তারা একটু পা রাখতে পারে; যারা বছরের পর বছর কেবল নোংরা ও আবর্জনায় ভরপুর স্থান এবং চিপাগলি, ইটের দেয়াল ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ এবং পাকা রাস্তা, এবং ধূলা ও মেঘা‪চ্ছন্ন আকাশ, এসব স্থানে যদি চাষবাস করা যেত, ঘাস রোপণ করা যেত, যেখানে সবুজ-ক্ষেত, বনাঞ্চল এবং স্রোতধারা থাকত, আকাশ পরিষ্কার হত, বিশুদ্ধ বায়ু শহরে বিরাজ করত, তবে এটা প্রায় একটি স্বর্গে পরিণত হয়। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 171.3

মানুষের সঙ্গে মেলামেশা কম করুন এবং তার ওপর কম নির্ভরশীল হোন এবং পৃথিবীর ভ্রষ্টতার নীতিমালা এবং দেশের উত্তেজনা, দূরে রাখুন, ঐসকল প্রকৃতির প্রাণ কেন্দ্রের কাছে এসে যাবে। ঈশ্বরের সান্নিধ্য তাদের কাছে আরো বাস্তবরূপ নেবে। অনেকে তাঁর ওপর আরো অধিক নির্ভরশীল হতে শিক্ষা করবে। প্রকৃতির মধ্যে তারা শুনবে তার শান্তি এবং প্রেমের স্বর তাদের হৃদয়ে কথা বলছে এবং মন ও আত্মা ও শরীর নিরাময়দানকারী এবং জীবনদায়ী শক্তির প্রতি সাড়া দেবে। MHBen 172.1