Go to full page →

খ্রীষ্টিয় কৃষকদের জন্য একটা কাজ MHBen 173

খ্রীষ্টিয় কৃষকেরা, দেশে বাড়ী ঘর খুঁজে পেতে দরিদ্র লোকদের সাহায্য করতে প্রকৃত মিশনারীর কাজ করতে পারেন, এবং জমি চাষ করে এটাকে ফলপ্রসূ করতে সাহায্য করতে পারেন। কৃষিকর্মের যন্ত্র ব্যবহার করতে, বিভিন্ন শস্য উৎপাদন করতে, ফলবাগিচা চাষ এবং যত্ন নিতে সাহায্য করতে পারেন। অনেকে জমি চাষ করে উপযুক্ত ফসল ফিরে পান না, তাদের অবহেলার কারণে। তাদের ফল বাগিচার সঠিক যত্ন নেয়া হয় না, যথা সময়ে শস্য গোলা ঘরে সঞ্চয় করা হয় না, এবং কেবলমাত্র ওপরে ওপরে জমি চাষ করা হয়। তাদের অকৃতকার্যতা হেতু তাদের দাবি জমি ফলোৎপাদনের উপযুক্ত নয়। ভূমিকে দোষারোপ করবার জন্য মিথ্যা সাক্ষ্য বহন করা হয়, যদি সঠিকভাবে কাজ করা হত, তবে প্রচুর ফল উৎপাদিত হত। সংকীর্ণ পরিকল্পনা, সামান্য শক্তি প্রয়োগ, নামমাত্র সর্বোত্তম পদ্ধতি অধ্যয়ন, এর বিশেষ সংস্কার হওয়া বাঞ্ছনীয়। MHBen 173.1

যারা শিক্ষা লাভ করতে ই‪চ্ছুক, তাদেরকে উপযুক্ত পদ্ধতিসমূহ শিক্ষা দেয়া হোক। যদি কেউ তাদের কাছে অগ্রিম ধারণা সম্পর্কে কিছু না বলে, তবে নীরবে তাদের পাঠ্য প্রদান করা হোক। আপনার নিজের দেশের কৃষ্টি বজায় রাখুন। আপনার সুযোগমত আপনার প্রতিবেশীদের সঙ্গে একটু কথা বলুন। উপযুক্ত পদ্ধতির মাধ্যমে চয়নের কথা বলা হোক। জমিতে উপযুক্তভাবে চাষ করলে কি করা যেতে পারে তা দেখিয়ে দেন।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 173.2