Go to full page →

শিল্প কারখানা স্থাপন MHBen 174

বিভিন্ন কলকারখানা গড়ে তোলার দিকে মনোনিবেশ করতে হবে যেন দরিদ্র পরিবারগুলো কাজের সুযোগ পায়। কাঠমিস্ত্রী, কামার, এবং প্রত্যেকে যাদের কিছু কিছু ব্যবহারিক শ্রম সম্পর্কে ধারণা আছে, তারা, যারা অশিক্ষিত, নিরক্ষর এবং বেকার তাদের সাহায্য করবেন, এবং শিক্ষা দেবেন। MHBen 174.1

দারিদ্রদের প্রতি পরিচর্যাকার্যে, যেমন নারী, তদ্রƒপ পুরুষদের প্রতি সেবা কার্যের একটা বিস্তৃতি ক্ষেত্র রয়েছে। সুদক্ষ পাচক/পাচিকা, গৃহিনী, মেয়ে দর্জী, সেবিকা, সকলের সাহায্য আবশ্যক। দরিদ্র পরিবারের সদস্যদের রান্না, তাদের নিজেদের কাপড়-চোপড় তৈরী, পীড়িত লোকদের সেবা, গৃহের উপযুক্ত পরিচর্যা, শিক্ষা দিতে হবে। ছেলে ও মেয়েদের পু‫খানুপু‫খরূপে কোন না কোন ব্যবহারিক ক্রয়বিক্রয় অথবা পেশা শিক্ষা দিতে হবে।‬ MHBen 174.2