মিসর দেশে যােষেফ যেমন অনুগ্রহ ও সুযােগ সুবিধা লাভ করেছিলেন, বাবিলে দানিয়েল এবং তার বন্ধু, তার চেয়ে বেশি সুযােগ সুবিধা লাভ করেছিলেন; তবুও তাদের চরিত্রের পরীক্ষা লওয়া হয়েছিল। তুলনামূলকভাবে, রাজকীয় বংশের এই যুবকেরা তাদের যিহূদীয়াস্থ বাড়ির চেয়ে আরও বিখ্যাত ও জাকাল শহরে, সর্বশ্রেষ্ঠ সম্রাটের প্রাসাদে স্থানান্তরিত হয়েছিলেন, এবং রাজার বিশেষ সেবা কাজের উদ্দেশে তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেয়ার সুব্যবস্থা করা হয়েছিল। এই ভ্রষ্ট এবং বিলাসবহুল রাজবাড়িতে অত্যন্ত কঠোর পরীক্ষা তাদেরকে ঘিরে রেখেছিল। লক্ষ করুন, যিহােবার উপাসকগণ বাবিলে বন্দি, ঈশ্বরের মন্দিরের পাত্র সকল বাবিলের দেবালয়ে স্থাপন, ইস্রায়েল-রাজ স্বয়ং বাবিলীয়দের হাতে একজন বন্দি; এর ফলে তারা গর্বের সঙ্গে বলল যে, ইব্রীয়দের ধর্ম এবং রীতি-নীতি অপেক্ষা তাদের ধর্ম এবং রীতি-নীতি অধিকগুণে শ্রেষ্ঠ। এই ধরণের পরিস্থিতির মধ্যে, ঈশ্বরের আহ্বানে অতি ভাবে ইস্রায়েলীয়দের মিসর দেশ পরিত্যাগের মাধ্যমে, ঈশ্বর তাঁর প্রভুত্ব, তার ব্যবস্থার পবিত্রতা, এবং আজ্ঞাবহতার পরিণামের প্রমাণ দেখালেন। যারা এখনাে তাদের আজ্ঞাবহতায় অটল, ঈশ্বর তাদের মাধ্যমে এই সাক্ষ্য দিলেন । EdBen 49.3
বাবিলে কাল যাপনের সূত্রপাত হতেই তাদের কাছে প্রতারণা পূর্ণ একটি পরীক্ষা এসেছিল। তাদের জন্য বিশেষ খাদ্য পরিবেশনের আদেশ ছিল তাদের সঠিক উন্নতির স্বার্থে রাজার অনুগ্রহ এবং তার স্বাতন্ত্রের বহিঃপ্রকাশ। রাজার খাবার হতে কিছু খাবার প্রতিমাগণের সামনে উৎসর্গ করা হত; এবং তারা যদি ঐ খাবার খান, তবে এর মাধ্যমে এটাই বুঝবে যে মিথ্যা দেবতার প্রতি তাদের আনুগত্য স্বীকার করা হচ্ছে। যিহােবার প্রতি বাধ্যতা ঐরূপ আনুগত্যে অংশগ্রহণে তাদেরকে নিষেধ করেছিল। তারা তাদের শারীরিক, মানসিক, এবং আধ্যাত্মিক ক্ৰমঃবিকাশের ওপরে বিলাসিতা এবং আমােদ-প্রমােদের দুর্বল প্রভাব বিস্তার লাভের বিপদের ঝুঁকি নিতে চান নি। EdBen 50.1
দানিয়েল ও তার বন্ধুদের বিশ্বস্তভাবে ঈশ্বরের বাক্যের নীতিমালা শিক্ষা দেয়া হয়েছিল। তারা আধ্যাত্মিকতার জন্য পার্থিব বিষয়সমূহ বিসর্জন দিয়ে, সর্বোচ্চ মঙ্গল সাধনের শিক্ষা করেছিলেন। আর তারা পুরস্কারও লাভ করেছিলেন। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তাদের স্বভাব, মিতাচার এবং তাদের দায়িত্ববােধ তাদের দেহ, মন, এবং আত্মার ক্ষমতার ক্রমবিকাশের আহ্বান জানিয়েছিল। তাদের প্রশিক্ষণের শেষে, রাজ্যের সম্মান লাভের জন্য অন্যান্য প্রার্থীদের সঙ্গে পরীক্ষায় দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরীয়, এই কয়েকজনের সমকক্ষ কাহাকেও দেখিতে পাওয়া গেল না।” দানিয়েল ১:১৯। EdBen 50.2
বাবিলের সভাসদবর্গের সামনে সব দেশের প্রতিনিধিদের একত্রিত করা হল, সর্বোচ্চ তালন্ত বিশিষ্ট, সাধারণ জ্ঞান ও বিদ্যায় পারদর্শী, জাগতিক সর্বোচ্চ কৃষ্টির অধিকারী, লােকদের একত্রিত করা হল, তথাপি তাদের সকলের মধ্যে ইব্রীয় বন্দিগণের জুড়ি কাউকেও পাওয়া গেল না। কায়িক শক্তি ও সৌন্দর্য, মানসিক বল-বীর্য, এবং সাহিত্যানুশীলন সাফল্যে তাদের স্থান ছিল অদ্বিতীয়। “আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথারাজী তাহাদিগকে জিজ্ঞাসা করিলে, তদ্বিষয়ে তাঁহারা সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাহাদিগকে দশগুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন।” দানিয়েল ১:২০। EdBen 50.3
ঈশ্বরের প্রতি অটল আনুগত্য, নিজের নিয়ন্ত্রণ ক্ষমতায় অবশ্য, দানিয়েলের শ্রেষ্ঠ মর্যাদা এবং শিষ্টাচারের বৈসাদৃশ্য, তার যৌবনকালে তার পক্ষে তার পৌত্তলিক কর্মকর্তাগণের “অনুগ্রহ এবং স্নেহ-ভালােবাসা” জয় করেছিল। একই চারিত্রিক বৈশিষ্ট্য তার জীবনের নির্দেশনা প্রদান করেছিল। তিনি দ্রুত রাজ্যের প্রধান মন্ত্রীর পদে উন্নিত হলেন। পর্যায়ক্রমে সম্রাটদের রাজ্য পরিচালনা, জাতির উত্থান পতনে তার জ্ঞান এবং রাষ্ট্রশাসন কাজ, তার নিখুঁৎ দক্ষতা, তার ভদ্রতা, তার অকৃত্রিম দয়া, তার ন্যায়-নীতি, এই সকলের মধ্য দিয়া এমন কি তার শত্রুগণও একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে, “কোন দোষ বা অপরাধ পাওয়া গেল না, কেননা তিনি বিশ্বস্ত ছিলেন।” দানিয়েল ৬:৪। EdBen 50.4
যখন দানিয়েল ঈশ্বরের সঙ্গে অটল বিশ্বাসে দৃঢ়ভাবে আসক্ত ছিলেন, তখন তার উপরে ভবিষ্যদ্বাণীপূর্ণ আত্ম নেমে আসল। দানিয়েল যখন রাজকীয় দায়িত্ব পালনে এবং রাজ্যের নিগূঢ় বিষয়ের জন্য সম্মান লাভ করছিলেন, তখন তিনি ঈশ্বরের একজন রাজদূত হিসেবে তার কাছ থেকে সম্মান লাভ করলেন, এবং তিনি সর্ব যুগের নিগূঢ়রহস্য পাঠ করতে শিক্ষালাভ করেছিলেন। স্বর্গীয় প্রতিনিধির সংস্পর্শে এসে পৌত্তলিক সম্রাটগণ দানিয়েলের ঈশ্বরকে চিনতে পেরেছিলেন। নবৃখদুনিৎসর ঘােষণা করলেন, “সত্যই তােমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু ও নিগূঢ়তত্ত্ব প্রকাশক।” আর দারিয়াবসও বললেন, “সমস্ত পৃথিবীনিবাসী লােকবৃন্দ, জাতি ও ভাষাবাদির কাছে “জীবন্ত ঈশ্বর ও অনন্তকালস্থায়ী” ঈশ্বররূপে দানিয়েলের ঈশ্বর উন্নত হােন, “কেননা তাঁহার রাজ্য অবিনাশ্য, ও তাহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে” তিনি “রক্ষা করেন ও উদ্ধার করেন, এবং স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন-কার্য ও আশ্চর্য কার্য সাধন করেন,” দানিয়েল ২:৪৭; ৬:২৫-২৭। EdBen 51.1