খ্রষ্টধর্ম গ্রহণ করার অর্থ এই যে, তুমি নিশ্চিতরূপে তােমার সব কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করেছ, এবং পবিত্র আত্মার পরিচালনায় সম্মত হয়েছ। পবিত্র আত্মার দানের মাধ্যমে তােমাকে নৈতিক শক্তি প্রদান করা হবে, এবং ঈশ্বরের সেবা কাজের জন্য তােমার কেবল পূর্বে প্রদত্ত তালন্তগুলাে থাকবে না, কিন্তু ওগুলাের দক্ষতা বিলক্ষণ পরিমাণে বৃদ্ধি পাবে। ঈশ্বরের কাছে আমাদের সর্বশক্তি সমর্পণ করলে জীবনের সমস্যা অনেকটাই সহজতর হয়ে যায়। তা স্বাভাবিক অন্তঃকরণের উত্তেজনার সহস্র সংগ্রামকে দুর্বল ও সংক্ষিপ্ত করে দেয় । ধর্ম একটি স্বর্ণ-সূত্র স্বরূপ যা যব এবং বৃদ্ধ উভয় আত্মাকে খ্রীষ্টের সঙ্গে আবদ্ধ। করে। এর মাধ্যমে ইছুক এবং আজ্ঞাবহ আত্মাগণ অন্ধকার এবং দুর্গম পথ সমূহের মধ্য দিয়ে নিরাপদে ঈশ্বরের নগরে আনীত হয়। MYPBen 26.1
যুবক-যুবতিগণ—যাদের সাধারণ মনােবৃত্তি রয়েছে, তবুও যারা উচ্চ এবং পবিত্র নীতিমালা দ্বারা প্রণােদিত শিক্ষকগণের অধীনে শিক্ষিত ও নিয়ন্ত্রিত, তারা প্রশিক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে আসতে পারে, তারা দায়িত্বশীল পদমর্যাদাপূর্ণ পদের জন্য যােগ্য, যার জন্য ঈশ্বর তাদের আহ্বান করেছেন। তবে এমনও যুবক-যুবতি রয়েছে, যারা ব্যর্থ হবে, কারণ তাদের স্বাভাবিক মনের ঝোকের ওপর বিজয় লাভের জন্য স্থির সংকল্প নেই এবং তারা ঈশ্বরের বাক্যের রব শােনে না। তারা প্রলােভনের বিরুদ্ধে তাদের জীবনে প্রতিরােধ গড়ে তােলেনি, আর সমস্ত ঝুঁকি নিয়ে তাদের কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকে না। তারা এমন ব্যক্তির তুল্য যারা একটি সঙ্কটময় যাত্রাকালে যে কোন পরিচালনা অথবা নির্দেশ অস্বীকার করে; যার মাধ্যমে সে দুর্ঘটনা এবং ক্ষতি এড়িয়ে চলতে পারত, ফলশ্রুতিতে তারা কোন এক নিশ্চিত ধ্বংসের মধ্যে পড়ে। MYPBen 26.2