Go to full page →

সঙ্গীতের দান MYPBen 209

যাদের সঙ্গীতের তালন্ত রয়েছে, তা সত্যিই বিভিন্ন ক্ষেত্রে আবশ্যক । গান হৃদয়ে আত্মিক সত্যের ছাপ আঁকার খুবই ফলপ্রসূ মাধ্যম। প্রায়ই ধর্মীয় গানের কথাগুলাে ধৈর্য ও বিশ্বাসের উদ্দেশ্য উন্মুক্ত করে । জগতের কাছে এই শেষকালিন বার্তা ঘােষণা করার জন্য মণ্ডলীর সভ্য-সভ্যা, যুবক-যুবতি এবং বৃদ্ধদের শিক্ষিত হতে হবে। যদি তারা নম্রতায় অগ্রসর হয়, ঈশ্বরের দূতগণ তাদের সঙ্গে যাবেন, এবং শিক্ষা দেবেন কিভাবে প্রার্থনায় তাদের কণ্ঠস্বর উত্তোলন করতে হয়, এবং কিভাবে এই কালের বার্তা ঘােষণা করতে হয়। MYPBen 209.2

তরুণ তরুণীগণ, যে কাজের জন্য ঈশ্বর তােমাদের আহ্বান করেছেন তা কাধে তুলে নেও। খ্রীষ্ট তােমাদেরকে উত্তম উদ্দেশ্যে ব্যবহারের দক্ষতা শিক্ষা দেবেন। যদি তুমি পবিত্র আত্মার সংবেদনশীল প্রভাব লাভ কর, এবং অন্যদেরকে শিক্ষা দিতে চাও, তােমার মন সতেজ হবে, এবং তুমি বাক্য উপস্থাপন করতে সক্ষম হবে, যা তােমাদের শ্রোতাদের কাছে নতুন এবং অত্যাশ্চর্যরূপে মনােরম মনে হবে। ... MYPBen 209.3