Go to full page →

চিকিত্সা ক্ষেত্রে মিশনারি কাজ MYPBen 210

চিকিৎসা ক্ষেত্রে মিশনারি কাজে নানা রকম সেবা কাজের সুযােগ । থাকে। খাদ্য গ্রহণে অমিতাচার এবং প্রাকৃতিক ব্যবস্থায় অজ্ঞতা অধিকাংশ অসুস্থতার সৃষ্টি হয় এবং প্রতাপের ঈশ্বরকে বঞ্চিত করা হয়। আত্ম অস্বীকারের ব্যর্থতার ফলে ঈশ্বরের লােকদের মধ্যে অনেকে তাদের সম্মুখে স্থাপিত উচ্চ আত্মিক মানে পৌছতে অসমর্থ হয়। লােকদের শিক্ষা দেও যে, সুস্থতা লাভ অপেক্ষা কিভাবে রােগমুক্ত থাকা যায়, তা জানা অপেক্ষাকৃত উত্তম। আমাদের জ্ঞানী শিক্ষাগুরু হতে হবে, এবং আত্ম-চরিতার্থের বিরুদ্ধে সতর্ক করে দিতে হবে। আমরা যে দুর্ভাগ্য, বিকলতা এবং অসুস্থতা দেখি তা আমাদের মূখতার কারণে পৃথিবীতে এসেছে, আমরা কিভাবে লােকদের আলাে দিতে পারি দুঃখ কষ্ট লাঘব করতে পারি? MYPBen 210.1

যেহেতু আত্মর দরজাগুলাে স্বেচ্ছাচারী পূর্বধারণা কর্তৃক বন্ধ করে। দেওয়া হয়েছে, তাই অনেকে স্বাস্থ্যকর জীবন যাপন নীতিমালা সম্পর্কে অজ্ঞ । লােকদের স্বাস্থ্য সম্মত খাদ্য প্রস্তুত সম্পর্কে শিক্ষা দিয়ে উত্তম সেবা দান করা যেতে পারে। যে কোনাে কাজের মত এ কাজও অপরিহার্য। আরও বেশি সংখ্যক রন্ধন শিক্ষার বিদ্যালয় স্থাপন করা উচিৎ, এবং কারও কারও ঘরে ঘরে গিয়ে পরিশ্রম করা উচিৎ, কিভাবে সুন্দর খাদ্য প্রস্তুত করা যায় যে বিষয়ে নির্দেশনা দেওয়া উচিৎ। স্বাস্থ্য সংস্কারের মাধ্যমে অনেকে শারীরিক, মানসিক এবং নৈতিক অধঃপতন থেকে রক্ষা পাবে। -“ Review and Hearld, June 6, 1912. MYPBen 210.2