Go to full page →

হৃদয়-অন্বেষণকারী প্রশ্নগুলাে MYPBen 27

যুবক-যুবতিরা শাস্ত্র অনুসন্ধান করুক, এবং খ্রীষ্ট একই পরিস্থিতিতে যা করতেন বলে তারা মনে করে তা করুক । স্বর্গ থেকে জ্ঞান অর্জনের আমাদের সুযােগসমূহ আমাদের ওপর মস্তবড় দায়িত্ব অর্পণ করেছে, এবং বারংবার মিনতী সহকারে আমাদের জিজ্ঞাসা করতে হবে, আমি কি দীপ্তিতে চলছি? আমাকে যে দীপ্তি দেওয়া হয়েছে, আমি কি সেই মহা আলাের সঠিক পথে চলছি, সেই মহা আলাের নাকি অসদুপায়ে চলছি, যদ্বারা পঙ্গুজনেরা পথ ভ্রষ্ট হয়ে যাবে? ...। MYPBen 27.1

আমাদের মূল্য বােধের একটি গভীর, চিরন্তন মূল্যবােধ, স্থায়ি সত্যের পবিত্রতা এবং ক্ষমতা দ্বারা পরিব্যাপ্ত হওয়া উচিৎ। স্বর্গীয় জ্যোতির উজ্জ্বল আলােকরশ্মিমালা তােমার পথ আলােকিত করছে; প্রিয় যুবক-যুবতি, আমি প্রার্থনা করি যেন তােমরা সুযােগের পূর্ণ সদ্ব্যবহার করতে পার। স্বর্গ-প্রেরিত প্রতিটি রশ্মি লাভ কর এবং লালন কর, আর দেখ তােমার পথ উজ্জ্বল হতে উজ্জ্বলতর হয়ে একটি পূর্ণাঙ্গ দিনে পরিণত হবে। -The Youth ‘s Instructor, Feb. 2, 1893. MYPBen 27.2