Go to full page →

সেবার মধ্যে বিশ্বস্ততা—৭০ MYPBen 219

যারা সামান্য পার্থিব বিষয়গুলাের প্রতি অবিশ্বস্ত তারা অধিক গুরুত্বপূর্ণ দায়-দায়িত্বের বেলায়ও অবিশ্বস্ত হবে। তারা ঈশ্বরকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করবে, এবং স্বর্গীয় নিয়ম-কানুন পালনের ব্যাপারে ব্যর্থ হবে। তারা উপলব্ধি করতে পারবে না যে তাদের মেধা ও যােগ্যতাগুলাে ঈশ্বরের কাছ থেকে আসে এবং সেই কারণে তাঁর সেবা কার্যে তাদের নিবেদিত থাকা উচিত। যারা তাদের নিয়ােগ দাতা যা আদেশ করেছেন তার বাইরে বাড়তি কোন কাজ করে না, তারা যখন জানবে যে কাজের সমৃদ্ধি তাদের কিছু কিছু বাড়তি প্রচেষ্টার উপর নির্ভর করে, তখন তারা এক একজন বিশ্বস্ত দাস হওয়ার ব্যাপারে ব্যর্থ হবে । অনেক অনেক করণীয় বিষয় আছে যা সুনির্দিষ্ট করে বলা নেই, আর তা যে কর্মীকে নিয়ােগ করা হয়েছে সরাসরি তার প্রত্যক্ষণের উপর নির্ভর করে এসে থাকে। MYPBen 219.1

যদি যত্নশীল পরিশ্রমী এবং নিঃস্বার্থ প্রচেষ্টা প্রদর্শন করা হত, যারা যীশুর নাম ধারণ করে তাদের জীবনে যীশু যে প্রেমের নীতি যুক্ত করেছেন তা যদি তাদের জীবনে যুক্ত হত, তবে হারিয়ে যাওয়া এবং ক্ষতি হওয়াকে প্রতিরােধ করা যেত। কিন্তু অনেকে ঈশ্বরের উদ্দেশে শুধু “লােক দেখানাে তালিকাভুক্ত একজন কর্মী হিসেবে কাজ করে । MYPBen 219.2