Go to full page →

অবিশ্বস্ততা লিখে রাখা হয়েছে MYPBen 219

এটি সর্বাধিক জঘন্য স্বার্থপরতার একটি রূপ যা একজন কর্মীকে তার সময়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে, সম্পদের প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে অবহেলা করতে পরিচালিত করে, কারণ সে সরাসরি তার প্রভু বা নিয়ােগকর্তার চোখের সম্মুখে কাজ করে না। কিন্তু এই ধরণের কর্মচারীরা কি মনে করে যে তাদের এই অবহেলগুলাে লক্ষ্য করা হয় নি, তাদের অবিশ্বস্ততার ব্যাপারগুলাে লিখে রাখা হয় নি? তাদের দু’চোখ যদি ভােলা যেত, তাহলে তারা দেখতে পেত যে একজন পর্যবেক্ষণকারী তাদের প্রতি নজর রাখছেন, তাদের সমস্ত অসতর্কতার। তথ্য স্বর্গীয় পুস্তকগুলােতে লিখে রেখেছেন। MYPBen 219.3

যারা ঈশ্বরের কার্যে অবিশ্বস্ত তারা নীতিতেও অবিশ্বস্ত; তাদের প্রেষণা সেই ধরণের চরিত্র থেকে আসে না যা সব ধরণের পরিস্থিতিতে সঠিকটাকে বেছে নেবে । যারা ঈশ্বরের দাস তারা সব সময় অনুভব করে যে তারা তাদের। নিয়ােগ কর্তার দৃষ্টিগােচরে রয়েছেন। যিনি বেল্টশৎসর রাজার ধর্মদ্রোহিতাপূর্ণ মহা ভােজের প্রতি খেয়াল রেখেছিলেন, তাঁর দৃষ্টিতে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলাে সুস্পষ্ট, বনিকদের অর্থকড়ি গণনা কক্ষে, ব্যক্তিগত কর্মশালা সহ সমস্ত স্থানে তাঁর দৃষ্টি রয়েছে; আর রক্ত-মাংসহীন হাত নিশ্চিতভাবে আপনার সমস্ত অবহেলা স্বর্গের রাজার ভয়ানক বিচারের জন্য লিখে রাখছেন। বেল্টশৎসর রাজার দোষগুলাে অগ্নির অক্ষরে লিখে রাখা হয়েছিল, “ঈশ্বর আপনার রাজ্য গণনা করেছেন, তাহা তুলাতে পরিমিত করেছেন”; এবং আপনি। যদি ঈশ্বর প্রদত্ত আইনগত বাধ্যবাধকতাগুলাে পূর্ণ করতে ব্যর্থ হন তবে আপনার প্রতি দোষারােপও ঐ একই রকম হবে । MYPBen 220.1