Go to full page →

জীবনের বিজ্ঞান —৭১ MYPBen 225

অপরাধ এবং রােগ-ব্যাধির জোয়ার, যা আমাদের মানব জাতিকে ধ্বংস ও মৃত্যুর দিকে ভাসিয়ে নিয়ে চলেছে তা থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে? যেহেতু মন্দের সবচেয়ে বড় কারণ ক্ষুধা এবং প্রবল উৎসাহের মধ্যে নিহিত, সুতরাং প্রথম এবং মহৎ কাজ হল অবশ্যই মিতাচার এবং আত্মনিয়ন্ত্রণ করতে শেখা এবং চর্চা করার মধ্য দিয়ে পুনর্গঠন করার কাজটি শুরু করা। MYPBen 225.1

সমাজে একটি স্থায়ী উত্তম পরিবর্তনের জন্য, ছােট বেলা থেকেই ব্যাপকভাবে শিক্ষা একান্ত প্রয়ােজন। অভ্যাসের গঠন বাল্যকাল এবং যৌবনকাল থেকেই শুরু হয়, পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে রুচি অর্জিত হয়, আত্মনিয়ন্ত্রণ গঠিত হয়, শিশুকাল থেকে রীতি-নীতি হৃদয়ে প্রােথিত হয়, আর এভাবেই বলতে গেলে গােটা ভবিষ্যৎ নিশ্চিতভাবে নির্ধারিত হয়ে থাকে । যুব বয়স থেকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে অমিতাচারিতা এবং শিথিল নৈতিকতা কারণে যে অপরাধ এবং দুর্নীতি সংঘটিত হয় তা প্রতিরােধ করা যায় । MYPBen 225.2