এই কালে আমাদের অনেক সুযােগ-সুবিধা রয়েছে, যা অতীত বংশধরদের পাওয়া সহজ ছিল না। আমাদের বাড়তি জ্যোতি রয়েছে, এবং এই আলাে সেই বিশ্বস্ত প্রহরীদের কাজের মাধ্যমে এসেছে, যারা ঈশ্বরকে তাদের ভরসাস্থল স্বরূপ করেছিল, এবং তার নিকট থেকে শক্তি লাভ করেছিল, যেন তারা জগতে স্বচ্ছ জ্যোতি, উজ্জ্বল রশ্মি বিকিরণ করতে পারে। অতীতে কর্মশক্তি সম্পন্ন ব্যক্তিরা যেমন ঈশ্বর প্রদত্ত আলাের উন্নতি সাধন করেছে, আমাদের কাছে উৎকর্ষ সাধনের জন্য সেই বাড়তি আলাে রয়েছে। তারা খ্রীষ্টের বিদ্যালয়ের পাঠ্য শিক্ষা লাভের জন্য দীর্ঘ সময় ব্যয় করেছেন, আর তাদের শ্রম বৃথা যায়নি। তাদের ধৈর্যধারণ প্রচেষ্টা পুরস্কৃত হয়েছে। তারা নিজেকে অতিশয় শক্তির সঙ্গে সম্পৃক্ত করেছিলেন, আর তারপরই তারা এক চিরন্তন বাস্তবতার গভীরতর, উচ্চতর প্রসার উপলব্ধি ক্ষমতার জন্য চিরাকাক্ষী ছিলেন যেন তারা কৃতকার্য সহকারে এক অভাবগ্রস্থ পৃথিবীর কাছে সত্যের ধনভাণ্ডার উন্মােচন করতে পারেন। MYPBen 28.3
বর্তমানে এ-হেন প্রকৃতির কার্যকারীর আবশ্যক। যারা ঈশ্বরের দৃষ্টিতে মানুষ, এবং যাদের নাম স্বর্গীয় পুস্তকে তালিকাভুক্ত, দানিয়েলের ন্যায় প্রতিটি কর্মশক্তি, এমন ভাবে অনুশীলন করে যেন দুষ্টতার মধ্যেও সুপ্ত একটি বিশ্বে। ঈশ্বরের রাজ্য উপস্থাপন করছে। জ্ঞানের বৃদ্ধি ও উন্নতি হওয়া অপরিহার্য; কেননা ঈশ্বরের কাজে নিয়ােজিত হলে, জ্ঞান ভালাে কাজের জন্য একটি শক্তিস্বরূপ । পৃথিবীর এমন মানুষের আবশ্যক যারা চিন্তাশীল, নীতিবান, যারা অবিরত জ্ঞান এবং বিচার বুদ্ধিতে বর্ধিষ্ণু হচ্ছে। মুদ্রণ বিভাগে এমন লােকের প্রয়ােজন যারা তা সর্বোত্তম সুবিধায় ব্যবহার করতে পারবে, যাতে করে সত্য চারদিকের প্রত্যেক জাতি, এবং ভাষা এবং লােকবৃন্দের কাছে দ্রুত ছড়িয়ে দেয়া যায়। MYPBen 29.1