আমাদের এমন যুবক-যুবতিদের ব্যবহার করতে হবে যারা সততায় শ্রম দেবে, যারা তাদের শক্তি কাজে লাগাতে ভীত নয়। এরূপ যুবক-যুবতি যে কোনাে স্থানে উচ্চ পদমর্যাদা পাবে, কেননা তারা পথ চলায় হোঁচট খাবে না; মন ও আত্মায় তারা ঐশ্বরিক সাম্য বহন করবে। তারা অবিভক্ত দৃষ্টি দিয়ে অবিরত সামনের দিকে এগিয়ে যাবে; এবং ঊর্ধ্ব দৃষ্টিতে উচ্চ নাদে বলবে বিজয়। কিন্তু যারা শ্রমবিমুখ, ভীত, এবং অবিশ্বাসী, যারা তাদের বিশ্বাসের অভাব এবং খ্রীষ্টের জন্য আত্ম-অস্বীকারের অনিচ্ছার কারণে কাজে অগ্রসর হওনে বাধা সৃষ্টি করে তাদের জন্য কোনাে আহ্বান নেই। ...। MYPBen 29.2
ঈশ্বর তাদেরই আহ্বান করেন যারা তার সঙ্গে সহকার্যকারী হবে। খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত মানব প্রকৃতি বিশুদ্ধ এবং খাটি হয়। খ্রীষ্ট দক্ষতার যােগান দেন, আর উত্তমের জন্য একটি শক্তিরূপ হন। সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা ঈশ্বরের গুণাবলি, আর যে ব্যক্তি এসব গুণাবলির অধিকারী হয় সে এমন এক শক্তির অধিকারী হয় যা অজেয়। -Review and Herald, March, 10, 1903. MYPBen 29.3
______________________________________