তরুণ-তরুণিরা নিজেরাই শাস্ত্র অনুসন্ধান করবে। তারা মনে করবে যে, বয়স্কদের পক্ষে অভিজ্ঞতার আলােকে সত্য অন্বেষণ করাই যথেষ্ট; যেন তরুণরা ব্যক্তিগত প্রভাব থেকে সত্য পেতে পারে। যিহূদীরা একটি জাতিরূপে ধ্বংস হয়েছিল, কারণ তারা তাদের শাসনকর্তা পুরােহিত এবং প্রাচীনগণ কর্তৃক বাইবেলের সত্য থেকে পদভ্রষ্ট হয়েছিল। যদি তারা যীশুর শিক্ষামালায় মনােযােগ প্রদান করত এবং নিজেরা শাস্ত্র অন্বেষণ করত, তবে তারা ধ্বংস হত না। ... MYPBen 249.1
যে কোনাে মনের পক্ষে এমন কি ঈশ্বরের মাত্র একটি প্রতিজ্ঞার প্রাচুর্য এবং মহত্ব উপলব্ধি করা অসম্ভব। এক জন ব্যক্তি একটি বিষয়ের গৌরব ধারণ করতে পারে, আর একজন অন্য একটি দিক থেকে সৌন্দর্য এবং মাধুর্য গ্রহণ করতে পারে এবং আত্মা স্বর্গীয় জ্যোতিতে পূর্ণ হতে পারে। যদি আমরা সমস্ত প্রতাপ দেখতে পেতাম, তবে আমরা সেই প্রবায় মুছা যেতাম। তাহলে আমরা এখন যা উপভােগ করছি তার চেয়ে আরও ব্যাপকভাবে ঈশ্বরের সমৃদ্ধ প্রতিজ্ঞামালা থেকে মহৎ প্রকাশ প্রাপ্তি ধারণ করতে পারতাম। এটা ভেবে আমি হৃদয়ে ভারগ্রস্ত হই যে আমরা কিভাবে আমাদের জন্য পরিকল্পিত আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছি। আমরা অস্থায়ী ভাবে আত্মিক আলাের আভায় সন্তুষ্ট হই; যখন দিনের পর দিন তাঁর সান্নিধ্যের আলােকে গমণাগমন করার সুযােগ রয়েছে। - Testimonies to Ministers. pp-109, 111. MYPBen 249.2